avertisements 2
Text

জালাল উদ্দিন আহমেদ

টঙ্গীর বিশ্ব ইজতেমা

প্রকাশ: ১২:০০ এএম, ২০ মার্চ,বৃহস্পতিবার,২০২৫ | আপডেট: ০১:৩১ পিএম, ৩ এপ্রিল,বৃহস্পতিবার,২০২৫

Text

একজন মুসল্লী জোর গলায় বললেন, “আমরা বিশ্বময় ছড়িয়ে যেতে চাই, আমরা বিশ্বে ভ্রাতৃত্ব সৃষ্টি করতে চাই, দুনিয়ায় সুখ শান্তি সৃষ্টির মাধমে আখেরাতের পথ মসৃণ করতে চাই”। আর একজন বললেন তাবলিগের মাধ্যমে ইসলামের শান্তি ও সৌহার্দের কথা ছড়িয়ে দিতে চাই। অন্য একজন বললেন দুনিয়ার সুখ শান্তি ও মিল মহব্বতের মাধ্যমে ইসলামের শান্তির বাণী ছড়িয়ে দিতে চাই। তো এই হোল তাবলিগী জামাতের উদ্দেশ্য ও জামাতী ভাইদের উচ্চাশার কথা। শুনতে ভালই লাগে। তাবলিগ এর মূল প্রতিপাদ্য হোল প্রচার বা ছড়িয়ে দেয়া। আবার অনেকেই বলেন পৌঁছে দেয়া। মূলকথা ইসলামের শান্তির বাণী প্রচার প্রসারই হোল এই তাবলিগ জামাতের মূল প্রতিপাদ্য। ইসলাম তার আপন মহিমায় দুনিয়ায় শান্তি সৌহার্দ ও সম্প্রীতি স্থাপনে কাজ করবে সেটা তো সুখের খবর।   

  
সাধারন শান্তিপ্রিয় মানুষ ও একজন ধর্ম বিশ্বাসী মুসলমান হিসাবে প্রশ্ন জাগেঃ 


# একটি ইসলামী দেশে এভাবে জন দুর্ভোগ সৃষ্টি করে ঢাকা সংলগ্ন ব্যস্ততম জনপদে এই প্রার্থনা সভা আয়োজনের অর্জন কতটুকু! এটা অবশ্য প্রার্থনা সভা নয়। মতবিনিময় বা মতামত ছড়িয়ে দেয়ার সমাবেশ বলা যেতে পারে।


# শান্তি ও সম্প্রীতি বলতে কি বুঝায়? এই যে তাবলিগ জামাত এর নামে অমুক পন্থী তমুক পন্থী নাম বসিয়ে ঝগড়া-ঝাঁটির সূত্রপাত হোল এতে করে ইসলামের শান্তি ও সৌহার্দের কথা প্রমান হোল কি? 


# আপনাদের এই আচরন তো রীতিমত ধর্মীয় বর্ণ বৈষম্যের আদলে উপস্থাপিত হোল। এসব তো প্রাচীন সনাতনী ধর্মের প্রচলিত বিধি বিধান বা বৈষম্যের কথাকে মনে করিয়ে দেয়।  


# ইসলাম বলে, ‘লা ইলাহা ইল্লাহ মুহাম্মাদুর রাসুলিল্লাহ’। এর বাইরে কি আর কিছু আছে! এই ইমান বা বিশ্বাসের উপর ভর করেই তো ইসলাম এত মহান। কেউ বলছেন তারা সুন্নী কেউবা শিয়া। আবার একদল আহলে হাদিস তো অন্যরা আহলে সুন্নত। কেউ তরিকতি অন্যরা মারফতি। এখন তো আবার হেফাজতে ইসলাম, জামায়েতে ইসলাম, ইসলামী আন্দোলন আরো কতশত নামে ইসলামে ফিকির ফ্যাকড়া ছড়িয়ে পড়েছে তার ইয়ত্বা নেই। অবশ্য শেষের নামগুলি রাষ্ট্র চিন্তায় পথ চলার কথা বলে।  


# মসিজিদেও আজকাল ভেদাভেদের হিড়িক। ওটা তো শিয়াদের মসজিদ। সবুজ গম্বুজ ওয়ালা ওই মসজিদ, আহলে হাদিস মসজিদ ইত্যাদি ইত্যাদি। মসজিদ হচ্ছে আল্লার ঘর। সেটাতেও ভেদজ্ঞান। এটাই কি ইসলামের শিক্ষা! নামাজ ও আযানের সময়টাতেও পার্থক্য। কি হচ্ছে এসব।


# আমরা এই ফ্যাকড়া ফিকির করে কুরআনের বিশুদ্ধতা ও শক্তিমত্তাকে খর্ব করছি নাতো? যদিও ঐশী প্রদত্ত কোরআন বা কোরআনের বাণীর একচুল এধার ওধার করার কোন মুরোদ আমাদের নেই। কিন্তু এতে করে ইসলামী ঐক্য বিপথে যাচ্ছে নাতো?


# কোন তুলনা মূলক আলোচনা না করে সাদা ভাষায় বলতে অসুবিধা কোথায় যে অন্য ধর্ম অর্থাৎ কুরআন আসার পর, আগের ধর্মগুলি নিঃসন্দেহে বাতিল বলে গন্য হয়েছে। কেননা তারা তাদের পবিত্র ঐশী গ্রন্থের অবমূল্যায়ন করে ব্যক্তি স্বাতন্ত্রের উপর ভর করে তাদের ইচ্ছামত ধর্মের বিধিবিধান ও অনুশাসন পরিবর্ধন ও পরিমার্জন করেছেন। এভাবেই ধর্মের মধ্যেই তারা দল উপদল গোষ্ঠী আচার বিভেদ ইত্যাদির প্রচলন করেছেন। ফলে সমাজ তথা রাষ্ট্রে জাগতিক চাহিদার অযুত সহস্র আচার আচরন নিজেদের পছন্দমত করতে নিয়ে তারা স্রষ্ঠার মূল শক্তিকেই উপেক্ষা করেছেন। 


# স্রষ্ঠা প্রেরিত শেষ মহা মানব ঘোষিত হবার পর আর কোন মানুষ বা সিদ্ধ পুরুষ দুনিয়াতে প্রতিষ্ঠা পাওয়ার যোগ্য হতে পারে না। কিন্তু ইদানীংকালে বিভিন্ন সিদ্ধ পুরুষকে ভিন্ন ভিন্ন উপায়ে প্রকাশ বা প্রচার করার ফন্দি ফিকিরে মুসলমান গলদঘর্ম হচ্ছে। এমনকি পেটের জঠর জ্বালায় রাস্তাঘাটে পড়ে থাকা জটাধারী একজন মজলুমকে নিয়েও আজ আমরা তাকে সিদ্ধ পুরুষ বানিয়ে এবং তার কবরকে মাজার বানিয়ে বাৎসরিক ওরষের নামে ধর্মীয় আবেশের সামাজিক ব্যবসা দেদারসে রমরমা করে ফেলেছি। পাঠক লক্ষ্য করুন, বিষয়টি ভিন গ্রহ থেকে আসা আমির খানের “পিকে” খ্যাত সিনেমায় দেখানো পরীক্ষার আগে একটি কলেজের গেট সংলগ্ন শিব লিঙ্গ সাদৃশ্য পাথরে পানের চুন খয়ের লাগিয়ে দেবতা বানানোর সেই অপকৌশল নয়তো!  


# তাবলিগের শুদ্ধতা ও সততা নিয়ে অষ্টম শতক থেকে মুসলমান সিদ্ধ পুরুষেরা দুনিয়াব্যাপী ইসলামের যে শান্তি ও স্বচ্ছ্বতার আলো ছড়িয়েছেন তার ধারে কাছে না গিয়ে আপনারা গ্রাম বাংলার আধাপেটে থাকা দরিদ্র মানুষদের নিয়ে কাফেলা করে বেড়াচ্ছেন। অথচ ওই অর্ধ শিক্ষিত ও অশিক্ষিত ধর্মভীরু মুসলমানেরা তাদের হক্কুল ইবাদ পাশে ঠেলে আপনাদের হেমিলিয়নের বাঁশির ডাকে পথে প্রান্তরে গাট্টি বুচকা মাথায় নিয়ে সাত, একুশ, চল্লিশের “চল্লিশা” করে বেড়াচ্ছে। অথচ ঘরে তাদের যুবতি বৌ, কিশোরী মেয়ে বা কোলের ছেলেটির সংস্থান সহি সালামতে চলছে কিনা সে হিসাব “আল্লাহ ভরসায়” সঁপে দেয়া হয়েছে। আপনাদের কয়জন আছেন যারা আল্লামা সাইদি, আল্লামা লুৎফর রহমান,  ড. জাকির নায়েক, ড. মিজানুর রহমান এমনকি হাল আমলের আমির হামজা হয়ে প্রকাশিত হয়েছেন বলবেন কি! 


# তাবলীগ মানে প্রচার এবং প্রসার। আপনারা কি প্রচার করছেন! কোন প্রসারে আপনাদের দ্বারা ইসলাম স্ফীত হচ্ছে! বরঞ্চ অমুক পন্থী তমুক পন্থী করে আপনারা লাঠিবাজি বোমাবাজি করে সাধারন ধর্মপ্রান মানুষদের লাঠিয়াল বানাচ্ছেন। তাদের ঘাড়ে জঙ্গী তকমা লাগিয়ে দিচ্ছেন। 


# আচ্ছা বলুন তো বার আউলিয়ার এই দেশে সূদুর আরব দেশ থেকে যেসব সুফি কামেল এবং যোদ্ধাবেশী ধর্ম প্রচারক এদেশে এসেছিলেন তারা কতজন ছিলেন। সেই তাদের বয়াতে আজ গোটা বাংলাদেশই তো ইসলামে ভরপুর। কয়জন শাহ জালাল, শাহ পরান, শাহ মখদুম বা শাহ আলি পন্থী এদেশে আছেন যারা নিজেদের পসার জাহিরের জন্য মারামারি লাঠালাঠি করে! আপনারা যাননা মায়ানমারে, চীনে,  মঙ্গোলিয়ায় বা আস্ট্রেলিয়ার প্রত্যন্ত আদিবাসী অঞ্চলে যেখানে মানবতা নেই আলো নেই। সেখানে গিয়ে ইসলামের প্রচার ও প্রসারে যত্নবান হোন। খামাখা তেলা মাথায় তেল দিয়ে নিজেদেরকে বড় কিছু হওয়ার ফন্দি ফিকিরে সমাজে বিভেদ বিভাজনের ধর্মতত্ব ছড়িয়ে সমাজকে দুর্বল করছেন। ইসলামের মজবুত খুঁটিকে নড়বড়ে করছেন।


# এই যে পীর ফকির আলেম আউলিয়াদের কবর বা মাজার কেন্দ্রিক ট্রেন্ড তৈরী করে দেশে এক অলিখিত ব্যবসা বাণিজ্যের প্রচলন সৃষ্টি করে ইসলামকে ব্যাকফুটে নেয়া হয়েছে এরজন্য আপনাদের তবলীগি আয়োজনের ম্যাসেজ কি! নাকি, বিরাট একজন তাবলিগী আমির হয়ে ওফাত(মৃত্যু) পরবর্তী এস্তেমা মাঠের এককোনে নিজের মাজার বানিয়ে একজন খাজাবাবা হওয়ার খায়েসে এসব আয়োজন! এসবের সিদ্ধ সাধনে ব্যাঘাত ঘটছে বলেই হয়তো এই অমুক পন্থি তমুক পন্থির ক্যাচাল। 

শুধু টঙ্গি কেন? এটা তো মক্কা মদিনা নয়। সুতরাং বিশ্বের বিভিন্ন প্রান্তে এরকম ইস্তেমার জলসা করে পৃথিবীময় ইসলামের দাওয়াতে মানুষকে সমবেত করুন। ইসলামের শান্তি ও সৌহার্দের বাণী বিশ্বময় ছড়িয়ে দিন। আল্লাহ আমাদের সকলকে ইসলামের সহি ও সরল পথে চলার শক্তি দিন। আ'মীন। 

বিষয়:
avertisements 2
অবশেষে শুক্রবার দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন ইউনূস-মোদি
অবশেষে শুক্রবার দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন ইউনূস-মোদি
অস্ট্রেলিয়ায় বাংলাদেশের নতুন হাই কমিশনারের পরিচয়পত্র পেশ
অস্ট্রেলিয়ায় বাংলাদেশের নতুন হাই কমিশনারের পরিচয়পত্র পেশ
মিয়ানমারে ভূমিকম্পে প্রাণহানি ছাড়াল ২৭০০
মিয়ানমারে ভূমিকম্পে প্রাণহানি ছাড়াল ২৭০০
সবার আগে ঈদের তারিখ ঘোষণা করলো অস্ট্রেলিয়া
সবার আগে ঈদের তারিখ ঘোষণা করলো অস্ট্রেলিয়া
বড় ভূমিকম্পের শঙ্কা বাংলাদেশে, উচ্চ ঝুঁকিতে ৪ অঞ্চল
বড় ভূমিকম্পের শঙ্কা বাংলাদেশে, উচ্চ ঝুঁকিতে ৪ অঞ্চল
ডিসির বাংলোর গর্তে মিললো সংসদ নির্বাচনের সিলমারা বিপুল ব্যালট
ডিসির বাংলোর গর্তে মিললো সংসদ নির্বাচনের সিলমারা বিপুল ব্যালট
ফ্ল্যাট, প্লট, ঘের, খামার—সবই আছে অপূর্বর
ফ্ল্যাট, প্লট, ঘের, খামার—সবই আছে অপূর্বর
২.১ বিলিয়ন ডলারের বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি পেল বাংলাদেশ
২.১ বিলিয়ন ডলারের বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি পেল বাংলাদেশ
ব্যাংককে ভূমিকম্পে ধসে পড়ল ভবন, আটকা ৪৩
ব্যাংককে ভূমিকম্পে ধসে পড়ল ভবন, আটকা ৪৩
লুটপাটের রাজনীতিবিদদের কাছে ২৪ দ্বিতীয় স্বাধীনতা নয়: নাহিদ ইসলাম
লুটপাটের রাজনীতিবিদদের কাছে ২৪ দ্বিতীয় স্বাধীনতা নয়: নাহিদ ইসলাম
শেখ হাসিনা এখন বাংলাদেশ-ভারত সম্পর্ক উন্নয়নের কাঁটা
শেখ হাসিনা এখন বাংলাদেশ-ভারত সম্পর্ক উন্নয়নের কাঁটা
ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার প্রস্তাব
ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার প্রস্তাব
গোপন গ্রুপ চ্যাটে সাংবাদিক, যুদ্ধ পরিকল্পনা ফাঁসে চাপে ট্রাম্প
গোপন গ্রুপ চ্যাটে সাংবাদিক, যুদ্ধ পরিকল্পনা ফাঁসে চাপে ট্রাম্প
শিম্পাঞ্জির চিত্রকর্ম দেখে অবাক শিল্পপ্রেমীরা
শিম্পাঞ্জির চিত্রকর্ম দেখে অবাক শিল্পপ্রেমীরা
রমজানের ২৪ দিনেই প্রবাসী আয়ে নতুন রেকর্ড, এলো ২৭০ কোটি
রমজানের ২৪ দিনেই প্রবাসী আয়ে নতুন রেকর্ড, এলো ২৭০ কোটি
দুনিয়ার সবচেয়ে আজব সেতু বাংলাদেশে!
দুনিয়ার সবচেয়ে আজব সেতু বাংলাদেশে!
গাছের সঙ্গে বাঁধা সাত শিশু কাওছারের জীবন!
গাছের সঙ্গে বাঁধা সাত শিশু কাওছারের জীবন!
কারাগারে পরিকল্পনা, তিন মাসেই কোটিপতি ২ যুবক
কারাগারে পরিকল্পনা, তিন মাসেই কোটিপতি ২ যুবক
সিডনিতে দুই বাংলাদেশীর  আকস্মিক মৃত্যু
সিডনিতে দুই বাংলাদেশীর আকস্মিক মৃত্যু
সিডনিতে বাংলাদেশী বংশোদ্ভূত তরুনী খুন
সিডনিতে বাংলাদেশী বংশোদ্ভূত তরুনী খুন
অক্সফোর্ডের করোনার ভ্যাকসিন বিরোধীতায় অস্ট্রেলিয়ার ইমাম ও আর্চবিশপ
অক্সফোর্ডের করোনার ভ্যাকসিন বিরোধীতায় অস্ট্রেলিয়ার ইমাম ও আর্চবিশপ
অস্ট্রেলিয়ার কারাগারেই আরেক বন্দিকে কোপালেন সেই বাংলাদেশি ছাত্রী সোমা
অস্ট্রেলিয়ার কারাগারেই আরেক বন্দিকে কোপালেন সেই বাংলাদেশি ছাত্রী সোমা
কিশোরীর সাথে যৌন সম্পর্কের চেষ্টাঃ সিডনিতে বাংলাদেশী ছাত্র গ্রেপ্তার
কিশোরীর সাথে যৌন সম্পর্কের চেষ্টাঃ সিডনিতে বাংলাদেশী ছাত্র গ্রেপ্তার
মাস্টারশেফ অস্ট্রেলিয়ার সেরা ৪-এ বাংলাদেশি-অস্ট্রেলিয়ান কিশোয়ার
মাস্টারশেফ অস্ট্রেলিয়ার সেরা ৪-এ বাংলাদেশি-অস্ট্রেলিয়ান কিশোয়ার
হুইপপুত্রের গোপন ব্যবসার বলি তরুণ ব্যাংকার
হুইপপুত্রের গোপন ব্যবসার বলি তরুণ ব্যাংকার
খোলা চুলে সিগারেট হাতে এবার নতুন বার্তা দিলেন পরীমণি
খোলা চুলে সিগারেট হাতে এবার নতুন বার্তা দিলেন পরীমণি
কুইন্সল্যান্ডে বারবিকিউ অনুষ্ঠানে বাংলাদেশী বংশোদ্ভূত বিশ্ববিদ্যালয় শিক্ষককের আকস্মিক মৃত্যু
কুইন্সল্যান্ডে বারবিকিউ অনুষ্ঠানে বাংলাদেশী বংশোদ্ভূত বিশ্ববিদ্যালয় শিক্ষককের আকস্মিক মৃত্যু
মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে সিডনির  দুই বাংলাদেশীর  মৃত্যু
মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে সিডনির  দুই বাংলাদেশীর  মৃত্যু
হাটে কচুর লতি বিক্রি নিয়ে মুখ খুললেন বিশ্ববিদ্যালয় অধ্যাপক
হাটে কচুর লতি বিক্রি নিয়ে মুখ খুললেন বিশ্ববিদ্যালয় অধ্যাপক
‘পারসন অব দ্য ইয়ারে’ ভূ‌ষিত হলেন বসুন্ধরা এম‌ডি
‘পারসন অব দ্য ইয়ারে’ ভূ‌ষিত হলেন বসুন্ধরা এম‌ডি
avertisements 2
avertisements 2