avertisements 2

২০০ ক্যানসার রোগীর বকেয়া পাঁচ কোটি টাকা মওকুফ , প্রশংসায় ভাসছেন চিকিৎসক

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:১১ এএম, ৫ জানুয়ারী,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৭:৪৬ এএম, ২৫ ডিসেম্বর, বুধবার,২০২৪

Text

২০০ জন ক্যানসার রোগীর বকেয়া প্রায় পাঁচ কোটি টাকা মওকুফ করে দিলেন পাকিস্তানি বংশোদ্ভূত এক মার্কিন চিকিৎসক।সোশ্যাল মিডিয়ায় এই খবর প্রকাশ্যে আসতেই ওই চিকিৎসককে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।


 
জানা গেছে, ক্যানসার বিশেষজ্ঞ ওমর আতিক দীর্ঘদিন ধরেই বহু রোগীকে সুস্থ করেছেন। কিন্তু অনেকের কাছেই টাকা পেতেন তিনি। এরপর সম্প্রতি নিজের ক্লিনিক বন্ধের সিদ্ধান্ত নেন।

কিন্তু হিসেব কষতে গিয়ে দেখেন, রোগীদের কাছে তার বকেয়া টাকার পরিমাণ ৪.৭৫ কোটি টাকা। পরবর্তীতে সেই বকেয়া টাকা ফেরত চাওয়ার সময়ই বুঝতে পারেন, অনেকেই তাদের বিলের টাকা দিতে অপারগ। এরপরই এই মানবিক সিদ্ধান্ত নেন আতিক। প্রায় ২০০ জন রোগীর বিল মওকুফ করার সিদ্ধান্ত গ্রহণ করেন তিনি।

যাদের বিল বকেয়া ছিল, তাদের ক্রিসমাসের একটি গ্রিটিংস কার্ড পাঠান। তাতে জানান, দ্যা আরকানসাস ক্যানসার ক্লিনিক টি এবার বন্ধ হতে চলেছে। যে যে রোগীদের বকেয়া রয়েছে তা আর মেটানোর প্রয়োজন নেই।

পরবর্তীতে এক সাক্ষাৎকারে তিনি বলেন, আসলে আমি বুঝতে পেরেছিলাম, এমন অনেকেই আছেন যারা এই বকেয়া অর্থ দিতে পারবেন না। তাই আমি এবং আমার স্ত্রী আলোচনা করে এই বকেয়া অর্থ না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিই। |

বিষয়: চিকিৎসক

আরও পড়ুন

avertisements 2