সাভার পৌরসভায় ভোটারশূন্য ভোটকেন্দ্রে কড়া নিরাপত্তা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০:৪৪ পিএম, ১৬ জানুয়ারী,শনিবার,২০২১ | আপডেট: ০৫:০৫ এএম, ১৯ অক্টোবর,রবিবার,২০২৫

ভোটার খরায় ঢাকার উপকণ্ঠ সাভার পৌরসভায় নির্বাচন হচ্ছে উত্তাপহীন। শনিবার সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের তেমন আনাগোনা নেই। তবে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কড়া নিরাপত্তা। ভোটারের সংখ্যায় কোনো কোনো সংসদীয় আসনের চেয়েও বেশি ভোটারের পৌরসভা সাভার।
আজ দ্বিতীয় ধাপে যে ৬০টি পৌরসভায় ভোট হচ্ছে তার মধ্যে সবচেয়ে বেশি ভোটার রয়েছেন সাভারে। এখানকার ভোটার সংখ্যা ১ লাখ ৮৮ হাজার ৮৮ জন, কেন্দ্র রয়েছে ৮৪টি।মেয়র পদে লড়ছেন আওয়ামী লীগের আবদুল গণি,
বিএনপির রেফাত উল্লাহ এবং ইসলামী আন্দোলনের মোশারফ হোসেন। এছাড়া ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩৯ জন এবং তিনটি ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে লড়ছেন ৯ জন।
এ ব্যাপারে ঢাকা জেলা সিনিয়র নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. মুনীর হোসাইন খান বলেন, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। খারাপ কোনো খবর এখনও পাওয়া যায়নি। ভোটার উপস্থিতি ভালো হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

মুচলেকা দিয়ে ছাড়া পাওয়া ‘সমন্বয়ক’ ফের চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার

গুলশান থেকে সাবেক প্রতিমন্ত্রীর ছেলে শাহেদ আহমেদ আটক

মেরুন রঙের টি-শার্ট পরিহিত সেই ব্যক্তি পল্টন থানার ওসির গাড়িচালক

‘উনিই আমার পায়ে ৪ আগস্ট গুলি করেছে, উনাকে আমি ছাড়ব না’
