ইয়াবা ব্যবসা ও নারীদের দিয়ে ব্ল্যাকমেইলের সিন্ডিকেট শারুনের
ইয়াবা ব্যবসা ও নারীদের দিয়ে ব্ল্যাকমেইলের সিন্ডিকেট শারুনের
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৭ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৫:৫২ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
রাজনৈতিক কানেকশন ব্যবহার করে সরকারদলীয় হুইপ ও চট্টগ্রামের সাংসদ সামশুল হক চৌধুরীর ছেলে শারুন চৌধুরী ইয়াবা ব্যবসা করে। পাশাপাশি, বিভিন্ন জনকে ব্ল্যাকমেইল করতে নারী সাপ্লাইয়ের কাজও করে আসছে দীর্ঘদিন থেকে। এমন স্বীকারোক্তি দিয়েছে কথিত মডেল পিয়াসা। মডেল পিয়াসার দেওয়া এই জবানবন্দি ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এই স্বীকারোক্তিটি কথিত মডেল পিয়াসা মাহবুবের। তার কথায় জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী ওরফে বিচ্ছু সামশু’র ছেলে নাজমুল করিম চৌধুরীর জীবনের আরেক অচেনা অধ্যায় উন্মোচিত হয়েছে।
পিয়াসার ভাষ্য মতে, শারুনের এই ইয়াবা ব্যবসা আর নারীদের দিয়ে ব্ল্যাকমেইল করার সিন্ডিকেটে আছে আরো অনেকেই।
সমাজের উচ্চ পর্যায়ের মানুষের নাম ভাঙিয়ে শারুনের এই অনৈতিক ব্যবসা বাণিজ্য সম্পর্কে এরই মধ্যে খোঁজ নিতে শুরু করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। পাশাপাশি, চট্টগ্রামের ব্যাংকার মোর্শেদের আত্মহত্যা প্ররোচনা মামলাতেও বারবার উঠে আসে শারুন চৌধুরীর নাম।