avertisements 2

এটা রক্তের সম্পর্ক, কখনোই ভাঙবে না: মোদি

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০২:৩১ এএম, ২৭ মার্চ,শনিবার,২০২১ | আপডেট: ০৬:৫৭ এএম, ১৬ সেপ্টেম্বর,সোমবার,২০২৪

Text

বাংলাদেশের মুক্তিযুদ্ধে স্বাধীনতা সংগ্রামীদের পাশাপাশি ভারতীয় সেনাদের জীবন উৎসর্গের বিষয়টি তুলে ধরে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, এ সম্পর্ক রক্তের। এটা কেউ ভাঙতে পারবে না। শুক্রবার বিকেলে জাতীয় প্যারেড গ্রাউন্ডে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

মোদি বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামী আর ভারতীয় সেনাদের রক্ত এক হয়ে বয়েছে। এটি এমন এক সম্পর্ক যা কোনোভাবেই ভাঙবে না। কোনো কূটকৌশলের শিকার হবে না।

‘এ বছর বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর আর ভারতের ৭৫ বছর এক সঙ্গেই এসেছে। এই দুই দেশের জন্যই একবিংশ শতকের আগামী ২৫ বছর অনেক গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্য ও চ্যালেঞ্জ এক। মনে রাখতে হবে, ব্যবসা-বাণিজ্যে যেখানে আমাদের সম্ভাবনাগুলো একই রকম, সেখানে সন্ত্রাসবাদের সংকটও একই রকম।’

মোদি জানান, বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে অংশ নেয়া ভারতীয় সেনাদের অনেকেই তার সফরে সঙ্গী হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম তার জীবনের প্রথম আন্দোলনগুলোর একটি বলেও জানান ভারতীয় প্রধানমন্ত্রী।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2