avertisements 2

কী বার্তা আছে মোদির সফরে

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০২:৩৩ পিএম, ২৬ মার্চ,শুক্রবার,২০২১ | আপডেট: ০১:১৩ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪

Text

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও বাংলাদেশ-ভারতের বন্ধুত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে আজ সকালে ঢাকা আসছেন প্রতিবেশী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলাদেশের স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পাশাপাশি মাহেন্দ্রক্ষণের রাষ্ট্রীয় অনুষ্ঠানে ভাষণ দেবেন তিনি। সফরে শীর্ষ বৈঠকের পাশাপাশি নরেন্দ্র মোদি ঢাকার বাইরে গোপালগঞ্জ ও সাতক্ষীরা যাবেন। শ্রদ্ধা জানাবেন জাতির পিতা শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে। মূল ফোকাস না হলেও স্বাভাবিকভাবেই নরেন্দ্র মোদির সফরে প্রতিবেশী দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের নানা দিক আসবে আলোচনায়। স্বাক্ষর হবে কমপক্ষে পাঁচটি সমঝোতা স্মারক। দুই প্রধানমন্ত্রী যৌথভাবে উদ্বোধন করবেন ডজনখানেক প্রকল্প।

ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্র জানান, সফরের দ্বিতীয় দিনে শীর্ষ বৈঠক শেষে দুই দেশের মধ্যে কমপক্ষে পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে। এর মধ্যে রয়েছে- দুর্যোগ ব্যবস্থাপনা, ট্রেড, সমুদ্রে মৎস্য আহরণ, সংস্কৃতি খাতে সহযোগিতা, ১৯৭১ সালের চেতনা সংরক্ষণ, স্বাস্থ্য, রেলওয়ে, শিক্ষা, সীমান্তে উন্নয়ন ও বিদ্যুৎ খাত বিষয়ে সহযোগিতা। এর বাইরে ঢাকা ও নিউ জলপাইগুড়ির মধ্যে যাত্রীবাহী ট্রেন সার্ভিস উদ্বোধন করা হবে এ সফরে। উদ্বোধন হবে বাংলাদেশ-ভারত স্বাধীনতা সড়ক। মুক্তিযুদ্ধে যেসব ভারতীয় সেনা আত্মাহুতি দিয়েছেন তাদের স্মরণে আশুগঞ্জে একটি সমাধিসৌধ উদ্বোধন করা হবে। এ ছাড়া কুষ্টিয়ার শিলাইদহে কুঠিবাড়ীতে ভারতের অর্থায়নে যে সংস্কারকাজ হয়েছে তারও উদ্বোধন করা হবে। বঙ্গবন্ধুকে গান্ধী শান্তি পুরস্কারের আনুষ্ঠানিক ঘোষণা ও বিশ্বের বিভিন্ন দেশে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী যৌথ উদ্যাপনের ঘোষণা আসবে এ সফরে। আগের সফরের পাঁচ বছর পর নরেন্দ্র মোদির সফর শেষে যৌথ ঘোষণায় ভবিষ্যৎ সম্পর্কের রূপরেখা উঠে আসবে। এর মধ্যে বাণিজ্য, পানি ব্যবস্থাপনাসহ দ্বিপক্ষীয় সম্পর্কের প্রায় সব ইস্যুই থাকবে। স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তারা জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর উপলক্ষে বাংলাদেশের জন্য উপহার হিসেবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ১২ লাখ ডোজ ভ্যাকসিন আসবে আজ।

নরেন্দ্র মোদির সফর উপলক্ষে নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, করোনা মহামারী শুরুর পর নরেন্দ্র মোদির এটিই প্রথম বিদেশ সফর। এ সফরের মধ্য দিয়ে ভারতের কাছে বাংলাদেশের গুরুত্ব প্রতিফলিত হবে। সফরে সম্ভাব্য চুক্তি ও সমঝোতাগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ তবে সফরের মূল বিষয় হলো বাংলাদেশের স্বাধীনতা, মুজিববর্ষ ও কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর। সফরসূচি অনুসারে ভারতের প্রধানমন্ত্রী আজ সকালে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাগত জানাবেন। বিমানবন্দরে তাঁকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হবে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতার পর তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাবেন। সেখান থেকে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে যাবেন। বিকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। বিকালে তিনি যোগ দেবেন জাতীয় প্যারেড গ্রাউন্ডে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন অনুষ্ঠানমালার দশম দিনের অনুষ্ঠানে। গেস্ট অব অনার হিসেবে অনুষ্ঠানে ভাষণ দেবেন নরেন্দ্র মোদি। প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠান শেষে তিনি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যৌথভাবে উদ্বোধন করবেন ‘বঙ্গবন্ধু-বাপু জাদুঘর’। সেখানে তাঁর সম্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আয়োজিত রাষ্ট্রীয় ভোজসভায় যোগ দেবেন নরেন্দ্র মোদি।

সফরের দ্বিতীয় দিন আগামীকাল সকালে নরেন্দ্র মোদি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন। যাবেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি মন্দির ও সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুরে অবস্থিত যশোরেশ্বরী দেবী মন্দির পরিদর্শনে। বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি। এ সময় দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিভিন্ন সমঝোতা স্মারক স্বাক্ষরের পাশাপাশি ভার্চুয়ালি যৌথভাবে বিভিন্ন প্রকল্প উদ্বোধনের কথা রয়েছে। পরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন ভারতের প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদি আগামীকাল সন্ধ্যায় নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2