avertisements 2

পরিস্থিতি সামলানো মুশকিল হতে পারে: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০২:২৩ এএম, ২৫ মার্চ,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৭:৫৪ এএম, ৫ আগস্ট,মঙ্গলবার,২০২৫

Text

করোনা সংক্রমণ বৃদ্ধিতে দেশবাসীকে স্বাস্থ্যবিধি বজায় রেখে চলাফেরা করার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘গত মাসে সংক্রমণের হার ছিল মাত্র দুই শতাংশ। সেটি গতকাল হয়ে গেছে ১৩ শতাংশ। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে করোনার বেড সংখ্যা আবার বাড়ানো হচ্ছে। নতুন করে আরও অন্তত পাঁচটি হাসপাতালকে কোভিড ডেডিকেটেড করা হয়েছে। তবে দেশের মানুষ যদি মুখে মাস্ক না পরেন, স্বাস্থ্যবিধি না মেনে চলেন, তাহলে করোনা পরিস্থিতি ভবিষ্যতে সামলানো মুশকিল হতে পারে।’ বুধবার (২৪ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘রোগের উৎপত্তি কমাতে হবে। কারণ, রোগী যে হারে আসছে, এভাবে চলতে থাকলে এই ব্যবস্থায় কুলাবে না। দেশকে রক্ষা করতে হলে, অর্থনীতিকে রক্ষা করতে হলে, স্বাস্থ্যবিধিগুলো মেনে চলতেই হবে। বেশি ঘোরাঘুরি কমিয়ে ফেলতে হবে। হাসপাতালে যেসব রোগী এসেছে, তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি তারা বিভিন্ন পর্যটন কেন্দ্রে ঘুরতে গিয়েছিল।’

তিনি বলেন, ‘যেসব জায়গার কারণে রোগী বাড়ছে, সংক্রমণ বাড়ছে, ওই জায়গাগুলো যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমি মনে করি সংক্রমণের হার কমে যাবে। রোগী বাড়বে না। কাজেই উৎপত্তিস্থলগুলো আগে নিয়ন্ত্রণ করতে হবে। এরপর আমরা অন্য কিছু চিন্তা করবো পর্যটনের জায়গাগুলো থেকে সংক্রমণ বেশি হয়েছে। আমরা চাই সেগুলো সীমিত হোক। ইতোমধ্যে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে।’

ঢাকা বিভাগের জেলাগুলোতেও করোনা ইউনিট বাড়াতে বলা হয়েছে জানিয়ে জাহিদ মালেক বলেন, ‘করোনার সংক্রমণ ঠেকানো এবং আক্রান্তদের চিকিৎসায় সরকার আন্তরিক। তবে রোগের বিস্তার রোধে মানুষকে আরও সচেতন হতে হবে।’

স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. আলী নূরের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন-বাংলাদেশ মেডিক‌্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, জাতীয় টেকনিক্যাল কমিটির সভাপতি, স্বাস্থ্য শিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন, বিদ্যুৎ বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি, পুলিশ বাহিনী প্রতিনিধি, সরকারের গোয়ান্দা শাখার প্রতিনিধিসহ সংশ্লিষ্ট অন্যান্য শাখার প্রতিনিধিরা এই সময় সভায় বক্তব্য রাখেন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2