বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে: প্রধানমন্ত্রী
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০৪ এএম, ১৮ মার্চ,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৫:০৯ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
ডিজিটাল ওয়ার্ন্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বেলা ১২টায় এই ডিজিটাল ওয়ার্ন্ডের উদ্বোধন করেন তিনি। এ সময় তিনি বলেন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সামনে আরো এগিয়ে যাবে এবং মেধাবী তরুণরাই বিকশিত তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে অন্য উচ্চতায় নেবে বাংলাদেশকে
তিনি আরো বলেন, 'দেশে একবার যখন উন্নয়নের চাকা গতিশীল হতে শুরু করেছ এটা কেউ থামিয়ে দিতে পারবেনা। বাংলাদেশবাসী বিশ্বের সামনে মাথা উঁচু করে দাঁড়াবে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে অধিষ্ঠিত করতে পারবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।'
তথ্য প্রযুক্তি সমৃদ্ধ আধুনিক দেশ গড়তে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। ৯৬ সালে সরকার গঠন করার পর থেকেই আমরা বাংলাদেশকে আমরা কিভাবে উন্নয়নের পথে এগিয়ে নিবো সেই পদক্ষেপগুলো আমরা একে একে নিতে শুরু করি।