বিনা পাসপোর্টে ৫ লাখ ভারতীয় বাংলাদেশে!
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:৫৬ এএম, ১৪ মার্চ,রবিবার,২০২১ | আপডেট: ০১:০৮ পিএম, ২৪ নভেম্বর,সোমবার,২০২৫
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘বাংলাদেশে ভারতীয় ৫ লাখ মানুষ কাজ করছে বিনা পাসপোর্টে। আমাদের আজ আওয়াজ তুলতে হবে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে।
ভারত আমাদের তিস্তার পানি সমস্যাসহ অন্যান্য সমস্যা সমাধান করছে না। কিন্তু বাংলাদেশের ওপর দিয়ে তাদের যানবাহন চলছে। তারা শুধু নিচ্ছে, আমাদের কিছুই দিচ্ছে না। এটা হতে পারে না। দেশের অনেকের মধ্যে বিশ্বাস জন্মেছে, ভারতের সমর্থন ছাড়া ক্ষমতায় যাওয়া যাবে না। এটা ঠিক নয়।’
গতকাল জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ‘আধিপত্য প্রতিরোধ আন্দোলন’ নামে একটি সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দুর্নীতি প্রতিরোধ আন্দোলন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হারুন অর রশীদ খান।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
খালেদা জিয়ার হার্ট ও চেস্টে ইনফেকশন: মেডিকেল বোর্ড
পা দিয়ে চেপে ধরে মেজর সিনহার মৃত্যু নিশ্চিত করেন ওসি প্রদীপ: হাইকোর্ট
নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
৩০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে কাঁপল দেশ





