সস্ত্রীক করোনার টিকা নিয়েছেন মির্জা ফখরুল
                                    
                                    
                                        
                                            ডেস্ক রিপোর্ট
                                        
                                    
                                   
                                     প্রকাশ:  ০২:৫০ পিএম,  ২ মার্চ,মঙ্গলবার,২০২১ | আপডেট:  ১০:৩৫ এএম,  ৪ নভেম্বর,মঙ্গলবার,২০২৫
                                
                        
                    করোনা ভাইরাস প্রতিরোধক টিকা নিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকালে উত্তরার কুয়েত-মৈত্রী হাসপাতালে সস্ত্রীক টিকা নেন তিনি। বিষয়টি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল নিজে সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, সোমবার সকালে আমি এবং আমার স্ত্রী করোনার টিকা নিয়েছি। এর আগে গত ২৫ ফেব্রুয়ারি প্রায় এক মাস সিঙ্গাপুরে চিকিৎসা শেষে স্ত্রী রাহাত আরাকে নিয়ে দেশে ফিরেন বিএনপি মহাসচিব।
ইতিমধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক, মনিরুল হক চৌধুরী, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন প্রমুখ করোনাভাইরাসের টিকা নিয়েছেন।


                                    
                                    
                                    
                                    
                                    


