সিকদার গ্রুপের চেয়ারম্যান জয়নুল হক সিকদার আর নেই
                                    
                                    
                                        
                                            ডেস্ক রিপোর্ট
                                        
                                    
                                   
                                     প্রকাশ:  ১২:৩৫ এএম,  ১১ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২১ | আপডেট:  ০৭:৫৮ এএম,  ৪ নভেম্বর,মঙ্গলবার,২০২৫
                                
                        
                    সিকদার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদার মারা গেছেন। তিনি বেসরকারি ন্যাশনাল ব্যাংকেরও চেয়ারম্যান। বুধবার সংযুক্ত আরব আমিরাতে তিনি মারা যান।
ন্যাশনাল ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এ এস এম বুলবুল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি বলেন, জয়নুল হক বেলা ৩টা নাগাদ বাসাতেই অবস্থানকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। তার মৃতদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।


                                    
                                    
                                    
                                    
                                    


