ঢাকায় পৌঁছে গেছে বহুল আকাঙ্ক্ষিত করোনার টিকা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০:০৬ পিএম, ২১ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৯:৫৮ এএম, ১৫ সেপ্টেম্বর,সোমবার,২০২৫

দেশে পৌঁছে গেছে বহুল আকাঙ্ক্ষিত করোনার টিকা। ভারতের মুম্বাই থেকে এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইটে করোনা ভাইরাসের টিকা বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকায় পৌঁছায়।
বাংলাদেশকে উপহার হিসেবে ২০ লাখ ডোজ টিকা (ভ্যাকসিন) দিচ্ছে ভারত। এর মধ্যে ১৭ লাখ ৯৯ হাজার ২৬২ ডোজ টিকা মুম্বাই থেকে নিয়ে এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইটটি বেলা সাড়ে ১১টার দিকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
এদিকে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেট থেকে পুলিশের স্কট টিম করোনার টিকাগুলো কাভার্ড ভ্যানে করে তেজগাঁও জেলা ইপিআই স্টোরে পৌঁছে দেবে।
এখন এসব কাভার্ড ভ্যানে টিকার চালান তোলা হচ্ছে। দুপুরে দেড়টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে টিকা হস্তান্তর করা হবে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

তরুণরা সক্রিয় থাকলে কোনো সমস্যাই অমীমাংসিত থাকতে পারে না : প্রধান উপদেষ্টা

জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির ‘সদিচ্ছা’ দেখতে চায় এনসিপি, আজ ফের বসবে কমিশন

লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমের ওপর আ.লীগের নেতা-কর্মীদের হামলার চেষ্টা

ভারতে বসবাসকারী অবৈধ বাংলাদেশিদের বিষয়ে নতুন সিদ্ধান্ত ঘোষণা
