হঠাৎ খোঁজ করলেন প্রধানমন্ত্রী, বললেন আমার আব্বা কোথায়: আরিফিন শুভ !
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০:০৯ পিএম, ১১ জানুয়ারী,সোমবার,২০২১ | আপডেট: ০৫:২২ এএম, ২৫ নভেম্বর,মঙ্গলবার,২০২৫
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিতব্য সিনেমার শু’টিং’য়ের জন্য আগামী ১৯ জানুয়ারি মুম্বই যাচ্ছেন আরিফিন শুভ। এর আগে গতকাল (৯ জানুয়ারি) দুপুরে প্রধানমন্ত্রীর ডাকে তার বাসভাবনে ছুটে গিয়েছিলেন সিনেমাটির প্রধান চরিত্র বঙ্গবন্ধু চরিত্রে পারফরম করতে যাওয়া এই অভিনেতা।
শুভসহ সেখানে নুসরাত ইমরোজ তিশা, নুসরাত ফারিয়া, দিঘীসহ বিভিন্ন চরিত্রে অভিনয় করা আরও অনেকেই উপস্থিত ছিলেন। শুভ জানান, মূ’লত শু’টিংয়ে যাওয়ার আগে শুভকামনা জানানোর জন্য এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবার (বঙ্গবন্ধু) জীবনের গল্প ব্রিফ করার জন্য আমাদের ডা’কা হয়েছিল।
তার বোন শেখ রেহা’নাও সেখানে উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রীর স’ঙ্গে দেখা করা প্রস’ঙ্গে শুভ বলেন, আজকে আমার অতীতের কথা মনে পড়ে গেলো। ২৫৭ টাকা নিয়ে ঢাকায় এসেছিলাম, কখনও ভাবিনি প্রধানমন্ত্রী নাম ধরে ডাকবেন।
প্রায় তিন-চার ঘন্টা থাকার পর যখন তিনি (প্রধানমন্ত্রী) চলে যাচ্ছিলেন, আমি দূরে দাড়িয়েছিলাম।সামনে থেকে সবাই বিদায় জানাচ্ছিল। আমি দূর থেকে ওনাকে দেখছিলাম। হঠাৎ খোঁজ করলেন। বললেন, আমার আব্বা কোথায়? তখন আমি এগিয়ে গেলাম। সালাম দিলাম। খোদা হাফেজ বললাম।
এটা মনে থাকবে আজীবন। শুভ আরও জানান, ১৯ জানুয়ারি মুম্বই যাওয়ার পর ছয় দিনের কর্মশালায় অংশ নিবেন। তারপর ১০ এপ্রিল পর্যন্ত টানা শু’টিং করবেন।‘বঙ্গবন্ধু’ শিরোনামের এই সিনেমাটি নির্মাণ করছেন প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগাল।
চিত্রনাট্য লিখেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদি এবং শিল্প নির্দেশনায় রয়েছেন নীতিশ রায়। কস্টিউম পরিচালক হিসেবে থাকছেন পরিচালক শ্যাম বেনেগালের মে’য়ে পিয়া বেনেগাল। মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে সিনেমাটি। গত মার্চে বাংলাদেশে এর শুটিং শুরুর কথা ছিল। কিন্তু, ক’রোনা ম’হামা’রির কারণে সেটা সম্ভব হয়নি।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
খালেদা জিয়ার হার্ট ও চেস্টে ইনফেকশন: মেডিকেল বোর্ড
পা দিয়ে চেপে ধরে মেজর সিনহার মৃত্যু নিশ্চিত করেন ওসি প্রদীপ: হাইকোর্ট
নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
৩০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে কাঁপল দেশ





