সিডনিতে দুই বাংলাদেশীর আকস্মিক মৃত্যু
                                    
                                    
                                        
                                            ডেস্ক রিপোর্ট
                                        
                                    
                                   
                                     প্রকাশ:  ১০:৪২ পিএম,  ২১ নভেম্বর,শনিবার,২০২০ | আপডেট:  ১০:৩৮ পিএম,  ৩১ অক্টোবর,শুক্রবার,২০২৫
                                
 
                        
                    সিডনিতে আজ একজন ছাত্র সহ দুই বাংলাদেশীর আকস্মিক মৃত্যু হয়েছে। একজনের নাম মোমিনুর রহমান (রজত) অন্যজনের নাম বিজয় পাল। রজত আজ ২১ নভেম্বর (শনিবার) ভোরে ইঙ্গেলবার্নস্থ নিজ বাসভবনে ঘুমন্ত অবস্থায় অন্যদিকে বিজয় পাল কোগরাহতে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন। খবর সিডনি প্রতিদিন ও মুক্তমঞ্চের।
সিডনি প্রবাসী মোঃ মোমিনুর রহমান (রজত) মৃত্যুকালে তিনি স্ত্রী , এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। ভোর রাতে কাজ শেষে বাসায় ফিরে রজত ঘুমাতে যান। রজতের বন্ধু মাহমুদ হোসেইন ইমন জানান, সকালের দিকে তার স্ত্রী ছেলেকে নিয়ে বাইরে যাবার আগে ঘুমন্ত রজতকে বলতে এলে তিনি স্বামীকে মৃত অবস্থায় দেখতে পায় এবং পুলিশ ও এম্বুলেন্সে খবর দেন। সকাল ৯ টার দিকে তার মৃতদেহ মর্গে নিয়ে যাওয়া হয়।
ঢাকা সিটি কলেজের ছাত্র রজত ২০০০ সালের অক্টোবর মাসে পার্থে আসেন। পরবর্তীতে ২০০১ সালে সিডনি এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। বন্ধু বৎসল মরহুমের বন্ধু বান্ধব ও শুভাকাঙ্খারিরা হতবিহবল হয়ে পড়েছে। জানাজা ও দাফনের তারিখ পরে জানানো হবে।
অন্যদিকে ইউটিএসএ'র বাংলাদেশী ছাত্র বিজয় পাল কোগরাহ ম্যাকডোনাল্ড সংলগ্ল ক্রসিং-এ এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। জানা যায়, 'ফুড উবার' চালক বিজয় পাল উক্ত ক্রসিংএ একটি ফোর হুইল ড্রাইভ গাড়ির সাথে মুখোমুখি দুর্ঘটনায় পতিত হোন। তাৎক্ষনিকভাবে তাকে নিকটস্হ সেন্ট জর্জ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা লাইফসাপোর্ট দেয়ার চেস্টা করেন, কিন্তু অল্প সময়ের মধ্যে পরেই সে মারা যায়।বিজয় পালের এক বোনও ছাত্রী হিসেবে সিডনি থাকেন।শেষ খবর পাওয়া পর্যন্ত তার লাশ বাংলাদেশে পাঠানোর কার্যক্রম হাতে নেয়া হয়েছে।

 
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
 
                                     
                                     
                                     
                                     
                                    


