ট্রাম্প টুইটারে আজীবন নিষিদ্ধ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:২৬ পিএম, ৯ জানুয়ারী,শনিবার,২০২১ | আপডেট: ১১:২৭ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
স্থায়ীভাবে নিষিদ্ধ করা হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট। সতর্ক বার্তা দেওয়ার পর নিয়ম ভঙ্গ করায় শুক্রবার এমন সিদ্ধান্ত নিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার। খবর দ্য ভার্জের।
টুইটার বলছে, @realDonaldTrump অ্যাকাউন্ট থেকে সম্প্রতি যেসব টুইট করা হয়েছে এবং এসব টুইট ঘিরে যেসব কমেন্ট ও প্রসঙ্গ উঠে এসেছে, সেসব খুব নিবিড়ভাবে পর্যালোচনা করেছি। এতে আবার সহিংসতায় প্ররোচিত করার ঝুঁকি থাকায় তার অ্যাকাউন্টটি স্থায়ীভাবে স্থগিত করেছি।
এদিকে, ট্রাম্পের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও বন্ধ করে দেওয়া হয়েছে। তার উসকানিমূলক মন্তব্যের পরেই বুধবার ওয়াশিংটন ক্যাপিটল হিলে হামলা চালিয়েছেন ট্রাম্প ভক্তরা।
এ ঘটনায় ওয়াশিংটনে জরুরি অবস্থা জারি হয়েছে। এমন অবস্থায় ট্রাম্পের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে ফেসবুক ও ইনস্টাগ্রাম।