ঘড়ি উপহার দেওয়ার ঘটনায় অস্ট্রেলিয়ার ডাকবিভাগের সিইও’র পদত্যাগ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০২:১৮ পিএম, ৩ নভেম্বর,মঙ্গলবার,২০২০ | আপডেট: ০৪:৩৮ এএম, ১৬ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২৫

চার কর্মীকে ২০০০০ অস্ট্রেলিয়ান ডলার মূল্যের চারটি ঘড়ি উপহার দেয়ার ঘটনায় শেষ পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হয়েছেন অস্ট্রেলিয়ার জাতীয় পোস্টাল সার্ভিসের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস্টিন হলগেট।
২০১৮ সালে কর্মীদের কাজের মূল্যায়নের যুক্তিতে অস্ট্রেলিয়া পোস্টের টাকায় কেনা চারটি বিলাসবহুল ঘড়ি উপহার দেন হলগেট। তিনি অস্ট্রেলিয়া পোস্টের দায়িত্ব পান ২০১৭ সালে।
ট্যাক্সদাতাদের টাকায় এভাবে উপহার কেনায় হলগেট অস্ট্রেলিয়ায় তুমুল সমালোচনার মুখে পড়েন। গত মাসে সংসদীয় তদন্তে বিষয়টি আরও আলোচনায় আসে।
অজি প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, এভাবে অর্থ খরচের খবরে তিনি ‘হতবাক’।
তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া পোস্টে যাওয়া প্রতিটি ডলার অস্ট্রেলিয়ান ট্যাক্সদাতাদের থেকে খরচ হয়। তাই অপব্যয়ের আগে বিবেচনা করা উচিত।’
অস্ট্রেলিয়া পোস্ট স্বাধীন একটি বোর্ডের মাধ্যমে পরিচালিত হয়। নভেল করোনাভাইরাসের সময় এই পোস্টাল সার্ভিস কোম্পানি পণ্য সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
সোমবার নিজের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে হলগেট বলেন, ‘ইতিবাচক কাজের মূল্যায়নের জন্য যেভাবে সমালোচনায় পড়েছি তা আমার জন্য বিরল। আমাদের গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা পাওয়ার কথা ভেবে আমি সরে যাচ্ছি।’
উপহারের বিষয়টি সমর্থন করে তিনি বলেন, ‘সব সময় ভালো কাজের মূল্যায়ন করা উচিত।’
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

অস্ট্রেলিয়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফ্রম রেসিস্ট্যান্স টু রিফর্ম: গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জুলাই সলিডারিটি অস্ট্রেলিয়ার উদ্যোগে শহীদ স্মরণে ৩৬ জুলাই উদযাপন

অস্ট্রেলিয়ান পার্লামেন্টে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণবিপ্লব পালিত

জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ভিক্টোরিয়া শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত
