নিউজ করপোরেশন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তদন্তের আহ্বান জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী কেভিন রাড
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:৩৫ এএম, ১৩ অক্টোবর,মঙ্গলবার,২০২০ | আপডেট: ১০:১১ এএম, ১৩ সেপ্টেম্বর,শনিবার,২০২৫

অস্ট্রেলিয়ার রাজনীতিকে প্রভাবিত করছে বলে মিডিয়া মুঘল বলে পরিচিত রুপার্ট মারডকের নিউজ করপোরেশন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তদন্তের আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী কেভিন রাড। তার এমন আবেদনে স্বাক্ষর করেছেন কমপক্ষে এক লাখ মানুষ। অস্ট্রেলিয়ায় ছাপা সংস্করণের যেসব সংবাদ মাধ্যম আছে, তার শতকরা প্রায় ৭০ ভাগ নিয়ন্ত্রণ করে রুপার্ট মারডকের কোম্পানি নিউজ করপোরেশন অস্ট্রেলিয়া। এর মধ্য দিয়ে তারা অস্ট্রেলিয়ার রাজনীতিতে আধিপত্য বিস্তার করছে বলে অভিযোগ কেভিন রাডের। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। ওই মিডিয়ার মালিকানা বিষয়ে তদন্তের আহ্বান জানিয়েছেন রাড। কিন্তু বিশেষ করে তাকে ‘আমাদের গণতন্ত্রের জন্য একটি ক্যান্সার’ হিসেবে আখ্যায়িত করেছেন রুপার্ট মারডক। কেভিন রাডের পিটিশনের বিষয়ে কোনো মন্তব্য করেননি রুপার্ট মারডক ও নিউজ করপোরেশন অস্ট্রেলিয়া।
এর আগে রাজনৈতিক পক্ষপাতিত্ব, বর্ণবাদ এবং জলবায়ু পরিবর্তন নিয়ে সংশয়ের জন্য অভিযুক্ত করা হয়েছে নিউজ করপোরেশন অস্ট্রেলিয়াকে। তারা মাঝে মাঝেই এ বিষয়ে নিজেদের পক্ষ অবলম্বন করেছে।
সাপ্তাহিক ছুটির দিনে পার্লামেন্টের ওয়েবসাইটে ওই পিটিশন পোস্ট করেছেন কেভিন রাড এবং বলেছেন, সমর্থনের হিমবাহ বয়ে আসছে। এতে সংক্ষিপ্ত সময়ের জন্য আইটি সিস্টেম ভরে গিয়েছিল। আগামী ৫ই নভেম্বর এই পিটিশন জমা দেয়ার কথা পার্লামেন্টে। কোনো পিটিশনে একটি সুনির্দিষ্ট পর্যায়ে সমর্থন পৌঁছে গেলে সে বিষয়ে সাড়া দিতে বাধ্য নয় অস্ট্রেলিয়া সরকার। উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় দীর্ঘ সময় প্রধানমন্ত্রী ছিলেন লেবার দলের কেভিন রাড। প্রথমে ২০০৭ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত, আবার ২০১৩ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন তিনি। মাঝে মাঝেই তিনি রুপার্ট মারডক ও অস্ট্রেলিয়ার রাজনীতিতে তার প্রভাব নিয়ে সমালোচনা করেন। তিনি পিটিশনে একটি রয়েল কমিশন গঠন করার আহ্বান জানিয়েছেন। সরকারি পর্যায়ে কোনো কিছু তদন্তে এটি হলো সর্বোচ্চ কমিশন। উল্লেখ্য, নিউজ করপোরেশন অস্ট্রেলিয়ার মালিকানায় রয়েছে দ্য অস্ট্রেলিয়ান, সিডনির ডেইলি টেলিগ্রাফ এবং মেলবোর্নের হেরাল্ড সান-এর মতো পত্রিকা। কেভিন রাড বলেন, রাজনীতি ও ব্যবসায় রুপার্ট মারডকের বিরোধীদের নিয়মিতভাবে আক্রমণ করতে ক্ষমতা বা শক্তি ব্যবহার করে নিউজ করপোরেশন অস্ট্রেলিয়া।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

অস্ট্রেলিয়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফ্রম রেসিস্ট্যান্স টু রিফর্ম: গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জুলাই সলিডারিটি অস্ট্রেলিয়ার উদ্যোগে শহীদ স্মরণে ৩৬ জুলাই উদযাপন

অস্ট্রেলিয়ান পার্লামেন্টে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণবিপ্লব পালিত

জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ভিক্টোরিয়া শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত
