avertisements 2

অস্ট্রেলিয়া উপকূলে একসঙ্গে ৯০ তিমির মৃত্যুর কারণ কী?

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৯:১১ পিএম, ২৪ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২০ | আপডেট: ০৭:৩৯ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪

Text

অস্ট্রেলিয়ার তাসমানিয়া উপকূলে কমপক্ষে ৯০টি তিমির মৃত্যু হয়েছে। উপকূলে বালুর চরে আটকা পড়েছিল ২৭০টি তিমি। এর এক-তৃতীয়াংশই মারা গেছে। এ ছাড়া আটকে পড়া বাকি তিমির মধ্যে আরো তিমি মারা যেতে পারে বলে আশঙ্কা করছেন উদ্ধারকর্মীরা।

সোমবার স্থানীয়রা তিমির ওই বিশাল দলটিকে উপকূলে দেখতে পান। তিমিগুলো উপকূলে আটকা পড়েছিল। ফলে পানির অভাবে ছটফট করতে করতেই অনেক তিমির মৃত্যু হয়েছে। বিশালসংখ্যক এই তিমির দলটিকে উদ্ধারের আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন সমুদ্র বিশেষজ্ঞ ও পরিবেশকর্মীরা। তাসমানিয়া দ্বীপে দেখতে পাওয়া সামুদ্রিক ডলফিন প্রজাতির এই পাইলট তিমি সাধারণত লম্বায় সাত মিটার বা ২৩ ফুট হয় এবং এগুলোর ওজন হয় প্রায় তিন টন।

কিভাবে ওই তিমিগুলো উপকূলে এসে আটকা পড়ল, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তিমির উপকূলে আসার ঘটনা প্রায়ই ঘটে থাকে। কিন্তু একসঙ্গে এত তিমি সচরাচর দেখা যায় না।

তাসমানিয়ার মেরিটাইম কনজারভেশন প্রগ্রামের বিজ্ঞানীরা জানিয়েছেন, ওই তিমিগুলো তিনটি দলে বিভক্ত ছিল। উদ্ধারকারীরা সোমবার রাতে সেখানে উপস্থিত হয়ে তিমিগুলো দেখতে পান। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড উপকূলে প্রায়ই এভাবে দল বেঁধে তিমিগুলোকে আসতে দেখা যায়। গবেষকরা বলছেন, এসব তিমি দলে দলে চলাফেরা করে এবং এগুলোর মধ্য থেকে একজন দলনেতাও থাকে।

এর আগে ২০১৮ সালেও নিউজিল্যান্ড উপকূলে দুই শতাধিক পাইলট তিমির মৃত্যু হয়েছিল।

সূত্র : বিবিসি।

বিষয়: তিমি

আরও পড়ুন

avertisements 2