আগামী বছর পর্যন্ত বন্ধ থাকছে অস্ট্রেলিয়ার সীমান্ত
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৮ জুন,বৃহস্পতিবার,২০২০ | আপডেট: ০৪:০২ এএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
প্রিমিয়ার অব নিউ সাউথ ওয়েলস, গ্লাডিস বেরেজিকলিয়েন কোভিড-১৯ আমাদের জীবন যাপন পদ্ধতিকে পরিবর্তন করে দিয়েছে। আমরা সবাই একসাথে এই নজিরবিহীন সময়গুলোর মুখোমুখি হয়েছি এবং আপনি যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তার জন্য বাংলাদেশী অষ্ট্রেলিয়ান কমিউনিটিকে ধন্যবাদ জানানোর এই সুযোগটি নিতে চাই।
আমাদের প্রদেশে অর্ধ মিলিয়নেরও বেশী লোককে পরীক্ষা করা হয়েছে। আমাদের প্রদেশে পরীক্ষার হার বিশ্বে অন্যতম সর্বোচ্চ, এই কারনে এবং বিধিনিষেধ ও ১.৫ মিটার সমাজিক দূরত্ব বজায়ে রাখার মাধ্যমে কোভিড-১৯ বিস্তার রোধে আমরা সক্ষম হয়েছি।নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার হিসাবে, এই কারণে আমরা আজকে যে অবস্থানটিতে রয়েছি তার জন্য আমি অবিশ্বাস্যভাবে গর্বিত। যাহ হউক, আমাদের অবশ্যই আত্মতুষ্ট হওয়া উচিত নয়।
এমন কি আপনার যদি একেবারেই মৃদু লক্ষন থাকে, তবুও আপনাকে পরীক্ষার জন্য এগিয়ে আসা উচিত। কোভিড-১৯ এর উপসর্গের মধ্যে হল জ্বর, কাঁশি, গলা ব্যাথা এবং শ্বাস প্রশ্বাসের কষ্ট। আপনার যদি আরও তথ্যের প্রয়োজন হয় বা আপনি কোথায় টেষ্ট করাবেন তা জানতে চান, দয়া করে nsw.gov.au এ গিয়ে দেখতে পারেন। অর্থনীতির শুরুটা নিরাপদ করা এবং লোকজনের কাজে ফিরে যাওয়ার দিকে আমরা এখন মনোযোগ দিয়েছি ।
কঠোর পরিশ্রম করার জন্য কমিউনিটির প্রত্যেককে ধন্যবাদ, আমরা নিউ সাউথ ওয়েলসের বিধিনিষেধ কিছুটা শিথিল করছি। কিছুটা স্বাভাবিকতার দিকে ফিরে যাওয়ার সাথে সাথে আমরা আরও কার্যকলাপ দেখতে পাব। নিউ সাউথ ওয়েলসের অগ্রগতি নিশ্চিত করতে কোভিড-১৯ এর বিস্তার রোধে সহযোগিতার গুরত্ব বুঝিয়ে শেষ করা যাবে না। আপনাকে অন্য কোন লোকের কাছ থেকে অবশ্যই ১.৫ মিটার দূরে থাকতে হবে এবং সর্বদাই হাতকে ভাল পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার অভ্যাস গড়ে তুলতে হবে।
আমরা জানি না কখন অথবা কখনো ভেকসিন হবে কি না, কিন্তু আমরা জানি যে আমাদের সকলকে কোভিড নিরাপদ পরিবেশে বসবাস করা শিখতে হবে। একত্রে, আমরা সবাই একসাথে নিরাপদ থাকব এবং সামনের দিকে এগিয়ে যাব।