avertisements 2

নাগরিকদের অস্ট্রেলিয়া ভ্রমন নিয়ে সতর্ক করলো চীন

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৬ জুন,শনিবার,২০২০ | আপডেট: ০৫:৫৭ পিএম, ৪ এপ্রিল,শুক্রবার,২০২৫

Text

করোনাভাইরাস মহামারির কারণে অস্ট্রেলিয়ায় বর্ণবৈষম্যমূলক আচরণ ও সহিংসতার শিকার হচ্ছে এশিয়ানরা। এমন আশঙ্কা থেকে নিজ দেশের নাগরিকদের অস্ট্রেলিয়া ভ্রমণে যাওয়ার বিষয়ে সতর্ক করলো চীন। শুক্রবার সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তি প্রকাশ করে। তারা জানায়, কোভিড-১৯ মহামারির প্রভাবে অস্ট্রেলিয়ায় চীনা ও এশিয়ানদের বিরুদ্ধে বর্ণবৈষম্যমূলক আচরণ ও সহিংসতা বেড়ে চলেছে।

মন্ত্রণালয় চীনা পর্যটকদের সতর্ক থাকতে পরামর্শ দিয়ে বলেছে, ‘চীনা পর্যটকদের নিরাপত্তা সতর্কতা বাড়াতে এবং অস্ট্রেলিয়ায় ভ্রমণ না করার পরামর্শ দিচ্ছে মন্ত্রণালয়।’ করোনাভাইরাস মহামারির উৎস সম্পর্কে জানতে আন্তর্জাতিক তদন্তে অস্ট্রেলিয়ার সমর্থন দিয়েছিল। তারপর থেকে অস্ট্রেলিয়ার সঙ্গে সম্পর্কের টানাপড়েন শুরু হয় চীনের। তারই বহিঃপ্রকাশ হিসেবে নাগরিকদের তাসমান সাগর পাড়ের দেশে যাওয়ার ব্যাপারে সতর্ক করলো চীনা সরকার।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2