avertisements 2

করোনার প্রাদুর্ভাবে আর্থিক মন্দার মুখোমুখি অস্ট্রেলিয়া

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩ জুন, বুধবার,২০২০ | আপডেট: ০৬:৫৫ এএম, ৪ মে,শনিবার,২০২৪

Text

অস্ট্রেলিয়ায় ২৯ বছরের মধ্যে এই প্রথম (আর্থিক) মন্দা শুরু হয়েছে।দেশটিতে করোনাভাইরাসের কারণে সৃষ্ট মহামরির প্রভাবে এ পরিস্থিতির উদ্ভব হয়েছে।  অস্ট্রেলিয়ার সরকারী পরিসংখ্যান বলছে, চলতি বছরের প্রথম তিন মাসে দেশটির অর্থনীতির (প্রবৃদ্ধি) দশমিক ৩ শতাংশ কমে গেছে। দাবানল এবং করোনাভাইরাসের প্রাদুর্ভাবের জেরে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। 

ত্রৈমাসিকের তথ্য বিশ্লেষণ করে অর্থনীতিবিদরা জানান, শাটডাউন দেশটিকে মন্দার দিকে ঠেলে দিয়েছে। সরকার এবং কেন্দ্রীয় ব্যাংক অর্থনীতির সহায়তায় ব্যবস্থা গ্রহণের পরেও এ অবস্থা তৈরী হয়েছে।  সর্বশেষ জিডিপি’র পরিসংখ্যানে তুলে ধরা হয়েছে যে, ধ্বংসাত্মক দাবানলের সময় থেকে অস্ট্রেলিয়ার অর্থনীতি লড়াই করে চলছিল। এ সময় ট্যুরিজমে মন্দা ছিল।  ভাইরাসজনিত বিধিনিষেধ আরোপের আগেই ট্যুরিজমে মন্দা দেখা দেয়। 

অস্ট্রেলিয়ার ব্যুরো অব স্ট্যাটিসটিকস এর চিফ ইকোনমিস্ট ব্রুস হকম্যান জানান, ২০০৯ সালের সেপ্টেম্বরের পর থেকে বিশ্বব্যাপী চলমান আর্থিক সঙ্কটের প্রভাব পড়েছিল অস্ট্রেলিয়ায়। কভিড -১৯ এর প্রাদুর্ভাব এ বছরের আর্থিক সঙ্কট ধীরে ধীরে বৃদ্ধি করেছে বলে মন্তব্য করেন তিনি।  সূত্র : বিবিসি

বিষয়:

আরও পড়ুন

avertisements 2