avertisements 2

ঢাকা থেকে মেলবোর্নের পরবর্তী বিশেষ ফ্লাইট ২৭ মে

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৭ মে,রবিবার,২০২০ | আপডেট: ০১:২২ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪

Text

করোনাভাইরাসের দীর্ঘমেয়াদি প্রকোপের আশঙ্কায় তৃতীয় দফায় দেশে ফেরার জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করছে অস্ট্রেলিয়া হাইকমিশন। আগামী ২৭ মে ফ্লাইটটি মেলবোর্নের উদ্দেশ্যে ছেড়ে যাবে। শনিবার (১৬ মে) ঢাকায় অবস্থিত অস্ট্রেলিয়ান দূতাবাস জানায়, এ নিয়ে দুই দফা দেশটির পাঁচ শতাধিক নাগরিক দেশে ফিরে গেছেন।

গত ১৬ এপ্রিল দ্বিতীয় দফায় ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ান কূটনীতিক, তাদের পরিবার এবং নিয়মিত ফ্লাইট বন্ধের জটিলতায় আটকে পড়া বাংলাদেশি বংশোদ্ভূত আস্ট্রেলিয়ার নাগরিকরা ২৯৪ সিটের একটি উড়োজাহাজে ঢাকা ছাড়েন।

এবারের বিশেষ ফ্লাইটে আসন সংখ্যা জানা যায়নি। তবে তবে হাইকমিশন জানিয়েছে এখনো ১২০টি আসন ফাঁকা রয়েছে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ ফ্লাইটটি মেলবোর্ন যাবে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2