অস্ট্রেলিয়ার বাণিজ্যমন্ত্রীর ফোন ধরেনি চীনের বাণিজ্যমন্ত্রী
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৭ মে,রবিবার,২০২০ | আপডেট: ০৪:০৬ এএম, ১৬ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২৫

করোনা সংক্রমণ উহানের ল্যাব থেকে শুরু হয়েছিল কি না এ নিয়ে আন্তর্জাতিক তদন্ত দাবি করেছিল অস্ট্রেলিয়া। তাতে ক্ষিপ্ত হয়ে অস্ট্রেলিয়ার ওপর শুল্ক আরোপের হুমকি দেয় চীন। পরিস্থিতি স্বাভাবিক করতে কথা বলার জন্য ফোন দিয়েছিলেন অস্ট্রেলিয়ার বাণিজ্যমন্ত্রী সিমন বার্মিংহাম। কিন্তু চীন থেকে ফোন ধরেননি দেশটির বাণিজ্যমন্ত্রী। অস্ট্রেলিয়ার বার্লি আমদানিতে ৮০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে মঙ্গলবার।
যদি সিদ্ধান্তটি কার্যকর হয় তবে অস্ট্রেলিয়ার রপ্তানিকারকরা লোভনীয় একটি বাজার হারাবে বলে আশঙ্কা করা হচ্ছে। সিমন বার্মিংহাম বলেন, ‘ এ ব্যাপারে চীনের সঙ্গে আলোচনা করতে ফোন দিয়েছিলাম। কিন্তু আমার ফোন কেউ ধরেনি।’ তিনি বলেন, ‘তারপরও সর্বোচ্চ কূটনৈতিক পর্যায়ে এ নিয়ে কথা বলার জন্য আমরা অপেক্ষা করছি। তারা ফিরতি কল করতে পারতো।
আমরা এ ব্যাপারে খোলা মনে কথা বলার জন্য প্রস্তুত আছি। এমনকি যে কোন কঠিন সমস্যা নিয়েও আমরা আলোচনা করতে চাই।’ অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় রপ্তানি বাজার চীন। দেশটিতে ২০১৮ সালে অস্ট্রেলিয়া বার্লি রপ্তানি করে ১.৫ বিলিয়ন ডলারের। যা ২০১৯ সালে কমে যায়। তবে অস্ট্রেলিয়ার সঙ্গে চীনের বাণিজ্য বিরোধের আরেকটি কারণ তাদের ফাইভ-জি নেটওয়ার্কে চীনের হুয়াওয়েকে নেয়া হয়নি। সূত্র: এবিসি
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

অস্ট্রেলিয়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফ্রম রেসিস্ট্যান্স টু রিফর্ম: গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জুলাই সলিডারিটি অস্ট্রেলিয়ার উদ্যোগে শহীদ স্মরণে ৩৬ জুলাই উদযাপন

অস্ট্রেলিয়ান পার্লামেন্টে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণবিপ্লব পালিত

জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ভিক্টোরিয়া শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত
