avertisements 2

করোনায় অস্ট্রেলিয়ার ৬ লাখ মানুষ চাকরি হারিয়েছে

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৫ মে,শুক্রবার,২০২০ | আপডেট: ১২:২৫ এএম, ৭ মে,মঙ্গলবার,২০২৪

Text

করোনাভাইরাস মহামারির কারণে আর্থিক প্রভাব পড়েছে অস্ট্রেলিয়ার কর্মক্ষেত্রে। প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, দেশের প্রায় ৬ লাখ মানুষ তাদের চাকরি হারিয়েছে। এই সংখ্যায় ‘হতবাক, কিন্তু অপ্রত্যাশিত নয়’ বললেন অস্ট্রেলিয়ার সরকার প্রধান। এক সংবাদ সম্মেলনে মরিসন বলেছেন, ‘অস্ট্রেলিয়ার জন্য এটি একটি কঠিন দিন, খুবই কঠিন দিন। আমরা জানতাম মহামারির প্রভাবে বিশ্বের অন্য দেশের মতো অস্ট্রেলিয়ার জন্যও খারাপ সংবাদ আছে। আর সেটাই হলো।’

মরিসন জানান, অস্ট্রেলিয়ায় সংক্রমণের হার কমতে থাকলেও আরো অর্থনৈতিক ধাক্কার জন্য প্রস্তুত থাকতে হবে। তিনি বলেছেন, ‘সামনের মাসগুলোতে আমাদের শক্ত থাকতে হবে, কারণ অস্ট্রেলিয়ানদের আরো কঠিন কোনো সংবাদ শুনতে হবে। কিন্তু আজকের মতো আমাদের সবাইকে একে অন্যকে সমর্থন দিতে হবে, এটা গুরুত্বপূর্ণ।

আমাদের সবাইকে এক হয়ে দৃঢ়তার সঙ্গে এই পরিস্থিতি মোকাবিলা করতে হবে।’ অস্ট্রেলিয়ায় প্রায় ৭ হাজার লোক করোনায় আক্রান্ত, আর মৃত্যু হয়েছে ৯৮ জনের। গত সপ্তাহে মরিসন তিন ধাপে লকডাউন পুরোপুরি তুলে নেওয়ার ঘোষণা দেন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2