অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে শর্তসাপেক্ষে রেস্তোরাঁ-ক্যাফে খুলছে
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৫ মে,শুক্রবার,২০২০ | আপডেট: ১১:২৯ এএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
দুই মাস বন্ধ থাকার পর অস্ট্রেলিয়ার সবচেয়ে জনবহুল অঙ্গরাজ্য নিউ সাউথ ওয়েলসে রেস্তোরাঁ, ক্যাফে ও বার খুলছে।শর্তসাপেক্ষে এসব ব্যবসা প্রতিষ্ঠান খুলছে। একবারে ১০ জনের বেশি কাস্টমার থাকতে পারবে না।নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার গ্লাডিস বেরেজিকলিয়ান তার শহরবাসীকে সতর্ক থেকে সামাজিক দূরত্ব মেনে চলতে বলেছেন। দ্বিতীয় দফায় সংক্রমণ ঠেকানোর চ্যালেঞ্জ তাদের সামনে। সিডনিতে বেরেজিকলিয়ান সাংবাদিকদের বলেছেন, ‘বিশ্বের অনেক জায়গায় কড়াকড়ি শিথিল ব্যর্থ হয়েছে।
নিউ সাউথ ওয়েলসে তেমন কিছু হোক আমি তা চাই না। আমি চাই ব্যক্তিগত দায়িত্বশীলতা নিয়ে সবাই চলুক।’ উত্তরাঞ্চলের পাবগুলোতে কোনো ধরনের সীমাবদ্ধতা থাকছে না এবং জনসমাগম এলাকায় কিংবা প্রতিবেশীর বাসায় বেড়াতে যাওয়ার জন্য কোনো শর্ত আর নেই।অস্ট্রেলিয়ার দ্বিতীয় জনবহুল অঙ্গরাজ্য ভিক্টোরিয়াতেও লকডাউন অনেকখানি প্রত্যাহার করে নেওয়া হয়েছে।