avertisements 2

তিন ধাপে অস্ট্রেলিয়ায় লকডাউন তোলা হবে

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৯ মে,শনিবার,২০২০ | আপডেট: ১১:৫০ এএম, ১৪ মে,মঙ্গলবার,২০২৪

Text

করোনাভাইরাসের সংক্রমণ কমে এসেছে অস্ট্রেলিয়ায়। দৈনিক ২০ জনেরও কম আক্রান্ত হচ্ছে । সে কারণে লকডাউন তুলে ফেলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। লকডাউন তোলা হবে তিন ধাপে, মে থেকে জুলাই পর্যন্ত। শুক্রবার (৮ মে) রাতে এমনটাই ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। মন্ত্রীসভায় এই তিন ধাপে লকডাউন তোলার প্রস্তাব অনুমোদন পেয়েছে। প্রথম ধাপ ‍শুরু হবে সোমবার থেকে।

প্রথম ধাপে চলতি মাসেই অস্ট্রেলিয়ায় খুলবে রেস্টুরেন্ট, ক্যাফে, শপিং সেন্টার, কমিউনিটি সেন্টার ও খেলার মাঠ। অস্ট্রেলিয়ানরা স্থানীয় ভ্রমণের পাশাপাশি আঞ্চলিক ভ্রমণও করতে পারবে। বাসায় পাঁচজন মেহমান আসতে পারবে। আর ব্যবসায়িক কিংবা পাবলিক প্লেসে সর্বোচ্চ ১০ জন মিলিন হতে পারবে। বিয়ে ও শেষ কৃত্যানুষ্ঠানের অনুমতি দেওয়া হয়েছে।

বিয়েতে সর্বোচ্চ ১৩ জন ও ইনডোর কিংবা আউটডোরে শেষ কৃত্য অনুষ্ঠানে ২০ থেকে ৩০ জন অংশ নিতে পারবে।  দ্বিতীয় ধাপে ১৫ জুন থেকে খুলবে জিম, সিনেমা হল, গ্যালারি, বিউটি স্যালুন ও অ্যামিউজমেন্ট পার্ক। তখন যেকোনো ঘরোয়া অনুষ্ঠানে ২০ জনের অংশগ্রহণে অনুমতি দেওয়া হবে। ২০ জন অংশ নিতে পারবে ব্যবসায়িক কিংবা পাবলিক প্লেসের অনুষ্ঠানে।

আন্তঃরাজ্যে ভ্রমণ করার অনুমতি মিলবে। শেষ ধাপে ১০০ লোকের সমাগমে অনুমতি দেওয়া হবে। নাইট ক্লাব, ফুড কোর্ট খুলে দেওয়া হবে। অস্ট্রেলিয়ায় করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৬ হাজার ৯১৪ জন। মারা গেছে ৯৭ জন। সেরে উঠেছে ৬ হাজার ৭৯ জন। চিকিৎসাধীন রয়েছে ৭৩৮ জন। তথ্যসূত্র : এবিসি নিউজ

বিষয়:

আরও পড়ুন

avertisements 2