avertisements 2

অস্ট্রেলিয়ার গবেষকরা করোনাভাইরাসে আত্মহত্যার ঝুঁকি নিয়েও সতর্ক করলেন

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৭ মে,বৃহস্পতিবার,২০২০ | আপডেট: ০৫:৫৩ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪

Text

মহামারী আকারে ছড়িয়ে পড়া নতুন করোনাভাইরাসে মৃত্যুর পাশাপাশি নানান বিধিনিষেধ ও অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাবের কারণে আত্মহত্যার প্রবণতা বেড়ে যেতে পারে বলে অস্ট্রেলিয়ার গবেষকরা সতর্ক করেছেন। বেকার হয়ে পড়া এবং লকডাউনের কারণে সৃষ্ট মানসিক চাপে কেবল অস্ট্রেলিয়াতেই আত্মহত্যা ৫০ শতাংশের মতো বাড়তে পারে, আশঙ্কা তাদের। সিডনি বিশ্ববিদ্যালয় ও অস্ট্রেলিয়ার মেডিকেল অ্যাসোসিয়েশন যৌথভাবে এ গবেষণা করেছে বলে জানিয়েছে।

দেশটিতে প্রতি বছর প্রায় তিন হাজার মানুষ আত্মহত্যা করে। করোনাভাইরাসজনিত পরিস্থিতিতে অতিরিক্ত আত্মহত্যার এক তৃতীয়াংশই তরুণ বয়সীরা করতে পারে বলে অস্ট্রেলীয় গবেষকদের মূল্যায়নে ধারণা দেওয়া হয়েছে। “

মানসিক, অর্থনৈতিক এবং বেশি ঘরভাড়া সংক্রান্ত চাপের কারণে স্বল্প ও দীর্ঘমেয়াদে তরুণরাই সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে,” বলা হয়েছে তাদের প্রতিবেদনে।  ভাইরাসের প্রাদুর্ভাব, লকডাউন ও এর কারণে দেখা দেওয়া অর্থনৈতিক ক্ষয়ক্ষতিতে সৃষ্ট মানসিক চাপ নিয়ে বিশ্বজুড়েই বিজ্ঞানী ও চিকিৎসকরা উদ্বিগ্ন। সংকটকালে মানসিক স্বাস্থ্যসেবার উন্নতিতে অস্ট্রেলিয়ার সরকার অতিরিক্ত ৩৫ কোটি ডলার বরাদ্দের প্রতিশ্রুতি দিয়েছে ।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2