ঢাকা থেকে মেলবোর্ন ফ্লাইটের সময় পরিবর্তন
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৭ মে,বৃহস্পতিবার,২০২০ | আপডেট: ০৫:৫৩ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
মহামারি করোনাভাইরাসের কারণে বাংলাদেশ অস্ট্রেলিয়ান হাইকমিশন তার নাগরিকদের ফিরিয়ে নিতে দ্বিতীয় দফায় বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করছে। ফ্লাইটটি ৭ মে পরিচালনার পরিকল্পনা থাকলেও সময় পরিবর্তন করে ৯ মে করা হয়েছে। বুধবার (৬ মে) ঢাকাস্থ অস্ট্রেলিয়ার হাইকমিশন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, আমরা ঢাকা থেকে মেলবোর্ন ফ্লাইটের সময় পরিবর্তন করেছি। ফ্লাইটটি এখন শনিবার (৯ মে) সকাল আটটায় ছেড়ে যাবে।
এটি একই দিন রাত সাড়ে ৯টায় মেলবোর্নে অবতরণ করবে। এতে আরও বলা হয়, ঢাকার বাইরের যাত্রীদের এ ফ্লাইটে ভ্রমণের জন্য এবং যারা টিকিট কেনেননি তাদের জন্য অর্থের ব্যবস্থা করতে অতিরিক্ত সময় দেবে। এ পরিবর্তন সম্পর্কে তাদের অবহিত করতে সমস্ত নিশ্চিত হওয়া যাত্রীদের সঙ্গে যোগাযোগ করেছি এবং শিগগিরই ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থা সম্পর্কিত একটি ‘ভ্রমণ সুবিধাপত্র’ ই-মেইলের মাধ্যমে পাঠানো হবে।
আপনি ৬ এবং ৭ মে ই-মেইলের মাধ্যমে আপনার টিকিট পাবেন। টিকিট বিমানবন্দরে পাওয়া যাবে না। আপনি যদি টিকিট না কিনে থাকেন তবে দয়া করে বিমানবন্দরে আসবেন না। এই ফ্লাইটে নিশ্চিত হওয়া যাত্রীদের শুক্রবার (৮ মে) রাত সাড়ে ৯টার মধ্যে ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাতে হবে বলে হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।