অস্ট্রেলিয়ায় ছুরি নিয়ে হামলা, পুলিশের গুলিতে নিহত ১
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১ মে,শুক্রবার,২০২০ | আপডেট: ০৫:৫৪ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার পিলবারা অঞ্চলে ছুরি হামলায় বেশ কয়েকজন আহত হওয়ার পর পুলিশ এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে। রাজ্যের সাউথ হ্যাডল্যান্ড শহরে ওই ছুরি হামলায় আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক । প্রত্যক্ষদর্শীরা স্থানীয় গণমাধ্যমগুলোকে জানান, ঘটনার সময় তারা এক ব্যক্তিকে ছুরি হাতে ক্রেতাদের দিকে ছুটে যেতে দেখেছিলেন ও চিৎকার চেঁচামেচি শুনেছিলেন।
গুলিতে একজনের নিহত হওয়ার পর পুলিশ ‘নিরাপত্তার ক্ষেত্রে আর কোনো শঙ্কা নেই’ বলে স্থানীয়দের আশ্বস্ত করেছে। “পুলিশের মুখোমুখি হওয়ার পর ওই ব্যক্তি মারা গেছেন, তার গায়ে গুলি লেগেছিল। হামলা ও মানুষজন কীভাবে জখম হয়েছে, পুলিশ তা খতিয়ে দেখছে,” বিবৃতিতে জানিয়েছে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার পুলিশ। শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে এ ছুরি হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী এক নারী অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে (এবিসি) জানান, একটি শপিং সেন্টারে ঢোকার পথে হামলাকারীকে দেখতে পান তিনি। “সে এক নারীর দিকে তাকিয়ে ছুরি ঘোরাচ্ছিল।
ওই নারীর ট্রলিতে একটি ছোট বাচ্চা ছিল। এরপর সে ওই নারীকে ছেড়ে দিয়ে আমার দিকে তেড়ে আসে,” বলেছেন তিনি। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার পিলবারা অঞ্চলের ছোট শহর সাউথ হ্যাডল্যান্ডের বেশিরভাগ অধিবাসীই খনি এবং এ সংক্রান্ত বিভিন্ন কারখানায় কাজ করে। নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তার পরনে উজ্জ্বল রংয়ের জ্যাকেট ছিল বলে প্রত্যক্ষদর্শীদের মধ্যে কয়েকজন জানিয়েছেন।