করোনাভাইরাস মোকাবেলার বিপুল পরিমাণ টেস্ট কিট তৈরি করছে অস্ট্রেলিয়া
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩০ এপ্রিল,বৃহস্পতিবার,২০২০ | আপডেট: ০৫:৫৪ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
সামনের মাসের মধ্যেই অস্ট্রেলিয়ায় করোনাভাইরাস টেস্ট কিট কয়েক মিলিয়ন তৈরি হয়ে যাবে। মার্কিন গণমাধ্যম এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সামনের মাসের মধ্যেই অন্তত ১০ মিলিয়ন টেস্ট কিট তৈরি করা সম্ভব হবে। করোনাভাইরাস মোকাবেলার জন্য ব্যাপকহারে পরীক্ষা চালানোর অংশ হিসেবে বিপুল পরিমাণ টেস্ট কিট তৈরি করা হচ্ছে সে দেশে।
চীন থেকে টেস্ট কিট তৈরির যন্ত্র সরকারকে কিনে দিয়েছেন খনি সম্রাট অ্যান্ড্রু টুইগি। এ ব্যাপারে তিনি বলেন, চলতি বছরের মে মাসের শেষের দিকে সবকিছু একেবারে প্রস্তুত হয়ে যাবে। ওই সময় থেকে বিপুল সংখ্যক মানুষকে পরীক্ষা করে দেখা সম্ভব হবে। তিনি আরো বলেন, ৩২০ মিলিয়ন ডলার খরচ করেছি এই মহামারি ঠেকানোর জন্য।
অস্ট্রেলিয়ার স্বাস্থ্যমন্ত্রী গ্রেগ হান্ট এই মহান কাজের জন্য অ্যান্ড্রু টুইগি-কে ধন্যবাদ দিয়ে বলেছেন, করোনাভাইরাস মোকাবেলার জন্য সরকার পরিকল্পনা করছে অনেক বেশি পরিমাণে পরীক্ষা চালানোর। কাজটি অনেক দূর পর্যন্ত এগিয়ে দিয়ে সহযোগিতা করার জন্য অ্যান্ড্রু টুইগি-কে ধন্যবাদ। স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, শিগগিরই অনেক বেশি সংখ্যক মানুষকে পরীক্ষা করে দেখা হবে। যাদের মধ্যেই করোনাভাইরাসের লক্ষণ দেখা যাবে, তাদেরকেই পরীক্ষার আওতায় নিয়ে আসা হবে। সূত্র : এবিসি নিউজ