avertisements 2

দেশ থেকে অস্ট্রেলিয়া ফেরার বিশেষ ফ্লাইট ৭ মে

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৯ এপ্রিল, বুধবার,২০২০ | আপডেট: ১১:২৬ এএম, ১৪ মে,মঙ্গলবার,২০২৪

Text

করোনাভাইরাস পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশে থাকা অস্ট্রেলিয়ার নাগরিকদের ফিরিয়ে নিচ্ছে দেশটির সরকার। বাংলাদেশে থাকা অস্ট্রেলিয়ার নাগরিকদের জন্য আগামী ৭ মে দ্বিতীয় ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকালে ঢাকায় অবস্থিত দেশটির হাইকমিশন এক বিবৃতিতে এসব জানিয়েছে। বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে হাইকমিশন তার নাগরিক ও স্থায়ী বাসিন্দাদের ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নেয়।

নিয়মিত ফ্লাইট বন্ধ থাকায় এই বিশেষ চার্টার্ড ফ্লাইটের আয়োজন করা হয়েছে। হাইকমিশন জানায়, আগ্রহী যাত্রীদের ২৩ এপ্রিলের মধ্যে আবেদন করার জন্য আহ্বান জানানো হয়েছিল। এ পর্যন্ত ৩০০ জন অস্ট্রেলিয়ান নাগরিক ও স্থায়ী বাসিন্দা আবেদন করেছেন। বিবৃতিতে বলা হয়েছে, ফ্লাইটের টিকিটের টাকা দেওয়ার বিষয়ে আবেদনকারীরা তথ্য পেয়ে যাবেন। যত তাড়াতাড়ি সম্ভব টিকিট কেটে ফেলুন।

ক্রেডিট কার্ড অথবা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে টিকিট কেনা যাবে। দ্বিতীয় ফ্লাইটটি শুধু ঢাকা থেকে মেলবোর্ন যাবে। গত ১৬ এপ্রিল শ্রীলঙ্কান এয়ারলাইন্সের ফ্লাইটে ২৮৫ জন অস্ট্রেলিয়ায় ফেরে ।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2