অস্ট্রেলিয়ায় রমজান মাস শুরুর তারিখ ঘোষণা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২২ এপ্রিল,
বুধবার,২০২০ | আপডেট: ০৫:৫৮ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল এই অঞ্চলে রমজান মাসের শুরুর তারিখ ঘোষণা করেছে। জ্যোতির্বিদ্যার হিসাব অনুযায়ী অস্ট্রেলিয়াতে আগামী ২৪ এপ্রিল রহমত, বরকত ও মাগফিরাতের পবিত্র রমজান মাস শুরু হবে। অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল এক বিবৃতিতে প্রকাশ করে জানিয়েছে , ২৩ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় নতুন চাঁদ দেখা যাবে এবং তারাবি নামাজ পড়তে হবে।
এই ভিত্তিতে আগামী ২৪ এপ্রিল শুক্রবার ১৪৪১ হিজরির পবিত্র রমজান মাস শুরু হবে। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিল জ্যোতির্বিদ্যা ক্যালকুলাসের ক্ষেত্রে অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিলকে অনুসরণ করে। অস্ট্রেলিয়া করোনা ভাইরাসের প্রকোপ ঠেকাতে মসজিদসহ সব উপাসনালয় বন্ধ রয়েছে ফলে সম্মিলিত ইফতার থেকে শুরু করে জামাতে তারাবি নামাজ স্থগিত হওয়ায় বিশ্বের কোটি কোটি মুসলিমদের মত অস্ট্রেলিয়ার মুসলিমদের কাছে এবারের রমজানের আমেজ আনন্দহীন হয়ে উঠছে।
করোনাভাইরাসের বিস্তার রোধে রমজানের রোজার সময় সব কিছুই ঘরে বসেই পালন করতে হবে। করোনাভাইরাসের বিস্তার রোধ আর জনস্বাস্থ্যের ওপর এর ঝুঁকি কমাতে পবিত্র রমজান মাসেও শারীরিক দূরত্ব বজায় রাখার ওপর জোর দিয়ে নির্দেশনা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে রমজানে গণজমায়েত না করে ভার্চুয়াল যোগাযোগ রক্ষায় মুসলিমদের প্রতি আহ্বান জানানো হয়েছে। ডব্লিউএইচও জমায়েতের বদলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভার্চুয়াল বিকল্প খুঁজে নিতে ইন্টারনেট, টেলিভিশন বা রেডিওর শরণাপন্ন হতে পরামর্শ দিয়েছে। অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভাষ্য অনুযায়ী, এবারের রমজানে করোনাভাইরাস থেকে আত্মরক্ষার্থে বাড়িতে বাড়িতে ইফতারের দাওয়াত বা কোলাকুলির মতো বিষয় এড়াতে হবে।
এছাড়া যারা রোজা রাখবেন, তাদের প্রচুর পানি পান, টাটকা খাবার গ্রহণ এবং সুষম খাদ্যাভ্যাসের মাধ্যমে পানিশূন্যতা হ্রাস ও সুস্থতা ধরে রাখার পরামর্শও দেয়া হয়েছে। রোজা রাখলে করোনা সংক্রমণের ঝুঁকি বেশি থাকবে- এমন কোনো গবেষণা জানা নেই বলে জানিয়েছে ডব্লিউএইচও। সংস্থাটি বলেছে, স্বাস্থ্যবান ব্যক্তি প্রতি বছরের মতো এবারও পবিত্র রোজা রাখতে পারবেন। তবে কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তি ওষুধ খাওয়া ও ডাক্তারি পরামর্শ মানার প্রয়োজনে রোজা রাখার বিষয়টি বিবেচনায় আনতে পারেন। অস্ট্রেলিয়ার গ্রান্ড মুফতি ও অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিলের প্রেসিডেন্ট ডঃ ইব্রাহিম আবু মোহাম্মাদ পবিত্র রমজান উপলক্ষে অস্ট্রেলিয়া সহ সকল মুসলিমদের উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা দিয়েছেন।