avertisements 2

অস্ট্রেলিয়ায় নিষেধাজ্ঞা অমান্যকারী সেই মন্ত্রীর পদত্যাগ

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১১ এপ্রিল,শনিবার,২০২০ | আপডেট: ০৬:২২ পিএম, ১৭ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২৪

Text

অস্ট্রেলিয়ায় করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে দেশজুড়ে জারিকৃত নিষেধাজ্ঞা অমান্য করে জরিমানার মুখে পড়া মন্ত্রী অবশেষে পদত্যাগ করেছেন। জরিমানা দেয়ার মাত্র একদিন পরই পদত্যাগ করেছেন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্য সরকারের শিল্পকলামন্ত্রী ডন হারউইন। 

সরকারের নিষেধাজ্ঞা একাধিকবার অমান্য করেছিলেন ডন হারউইন। গত কয়েক সপ্তাহ ধরে তিনি তার সিডনির শহরতলির বাড়ি থেকে অবকাশকালীন বাড়িতে খামোখাই যাতায়াত করেন। এই ঘটনা প্রকাশ পাওয়ার পরই তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে তৎপর হয় পুলিশ প্রশাসন। জানা যায়, গত বৃহস্পতিবার তাকে ১ হাজার ডলার জরিমানা করে স্থানীয় পুলিশ।

এ ঘটনায় দোষ স্বীকার করে ক্ষমাও চেয়ে নেন নিউ সাউথ ওয়েলসের শিল্পকলামন্ত্রী ডন হারউইন এবং জরিমানা দেন। কিন্তু এ ঘটনার মাত্র একদিন পর শুক্রবার ডন হারউইন ফের দুঃখ প্রকাশ করে পদত্যাগ করেন। নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার গ্ল্যাডিস বেরেজিক্লিয়ান তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। প্রিমিয়ার বলেন, মন্ত্রীর পদ থেকে হারউইনের পদত্যাগ যথার্থ হয়েছে।

এদিকে করোনায় অস্ট্রেলিয়ার সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্যটি হচ্ছে নিউ সাউথ ওয়েলস। যে কারণে সেখানকার জনগণের ওপর যাতায়াত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অস্টেলিয়ার মোট ৬ হাজার ২৩৮ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। দেশটিতে মারা গেছেন আরও ৫৪ জন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2