যৌন নিপীড়নের মামলায় খালাস পেলেন অস্ট্রেলিয়ার সাবেক প্রধান ধর্মযাজক
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৮ এপ্রিল,
বুধবার,২০২০ | আপডেট: ০৭:৩২ এএম, ১১ এপ্রিল,শুক্রবার,২০২৫

যৌন নির্যাতন মামলায় খালাস পেয়েছেন পোপ ফ্রান্সিসের সহযোগী ও ভ্যাটিকানের সাবেক কোষাধ্যক্ষ অস্ট্রেলিয়ার সাবেক প্রধান ধর্মযাজক কার্ডিনাল জর্জ পেল। অস্ট্রেলিয়ান উচ্চ আদালত মঙ্গলবার তাকে খালাস দেন। ইতিমধ্যে কারাগার থেকে মুক্তিও পেয়েছেন কার্ডিনাল জর্জ পেল। ১৯৯০ সালে মেলবোর্নে দুজন বালককে যৌন নির্যাতনের অভিযোগে ২০১৮ সালে গ্রেফতার হন কার্ডিনাল জর্জ পেল।
পরে তাকে ছয় বছরের জেল দেন অস্ট্রেলিয়ার আদালত। ওই রায়ের বিরুদ্ধে আপিল করলে মঙ্গলবার অস্ট্রেলিয়ার উচ্চ আদালতের সাতজন বিচারপতির একটি বেঞ্চ কার্ডিনাল জর্জ পেলকে খালাস দেন। অস্ট্রেলিয়ার স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, মঙ্গলবার দুপুর একটার দিকে ভিক্টোরিয়া প্রদেশের একটি জেল থেকে ছাড়া পান কার্ডিনাল পেল।
যৌন নির্যতনে অভিযোগ বরাবরই অস্বীকার করেছেন ৭৪ বছর বয়সী কার্ডিনাল জর্জ পেল। মামলা থেকে খালাসের পর একটি বিবৃতিতে কার্ডিনাল পেল বলেন, আমি গুরুতর অবিচারের ভুক্তভোগী হয়েও সরলভাবে জীবনযাপন করেছি।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের নতুন হাই কমিশনারের পরিচয়পত্র পেশ

লাকেম্বা মসজিদে অনলাইন হুমকি নিয়ে তদন্ত চলছে

সিডনীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিডনিতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও নিষিদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ সভা
