পৃথিবীর যে মহাদেশে এখনো প্রবেশ করেনি করোনা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৭ মার্চ,শুক্রবার,২০২০ | আপডেট: ০৬:০১ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
অ্যান্টার্কটিকাই একমাত্র মহাদেশ যেখান এখনো আঘাত হানেনি প্রাণঘাতী করোনা ভাইরাস। গনামধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কিছু অস্ট্রেলিয়ান বিশেষজ্ঞ। সবসময় মাইনাস ৪৯ ডিগ্রি বা এর আশে পাশে থাকে অ্যান্টার্কটিকা মহাদেশের তাপমাত্রা। অতিরিক্ত ঠান্ডা আর অন্ধকারের কারণেই এখনো মহাদেশটিতে করোনা থাবা ফেলতে পারেনি বলে ধারণা করা হচ্ছে। অস্ট্রেলিয়ার ৮৯ জন মানুষ বসবাস করছে অ্যান্টার্কটিকায়।
করোনা থেকে বাঁচতে ২৮ টি দেশের ৪ হাজার মানুষ বাস শুরু করেছে মহাদেশটিতে। গণামধ্যম নাইন ডট কম এইউকে এ তথ্য জানিয়েছে অস্ট্রেলিয়া কতৃপক্ষ। গবেষকরা বিশ্বের সবচেয়ে নিরাপদ জায়গা বলছেন অ্যান্টার্কটিকাকে এবং করোনা থেকে বাঁচতে এখানে এসে বাস করা উচিত বলে মনে করছেন তারা।