করোনা রুখতে পা দিয়ে দরজা খোলার ব্যবস্হা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৪ মার্চ,মঙ্গলবার,২০২০ | আপডেট: ০৬:০০ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
করোনাভাইরাস ছড়িয়ে পড়া বন্ধ করতে অভিনব একটি যন্ত্র তৈরী করেছে অস্ট্রেলিয়ার একটি কারিগরি কম্পানি। দরজার হাতলগুলোকে পা দিয়ে চালানোর উপযোগী করে একটি যন্ত্র তৈরী করেছে তারা। মেলবোর্নের ক্রেজিবার্নের চার্লস কারুয়ানা দরজার হাতলগুলো কিভাবে চালাতে হবে সে বিষয়ে একটি ভিডিও শেয়ার করেছেন।
সোমবার দরজার হাতলগুলো প্রতিস্থাপন করা হয়েছে। হাতলগুলোর বিষয়ে কারুয়ানা বলেছেন, ভাইরাস ছড়িয়ে পড়া বন্ধ করতে দরজার নীচে একটি সাধারণ বন্ধনী সংযুক্ত করুন যাতে দরজার হাতলের ব্যবহার পুরোপুরি বন্ধ হয়ে যায়। ভিডিওতে এই হাতলের কার্যপ্রণালী ব্যাখ্যা করেছেন কারুয়ানা।
তিনি জানান, দরজার কাছে পৌঁছে হ্যান্ডেলটি ধরার পরিবর্তে আপনি পাটি নীচে ব্র্যাকেটের উপরে রাখুন। এতে দরজাটি খুলে যাবে। এটি দেখাতে তিনি হাত দিয়ে হ্যান্ডলগুলি স্পর্শ না করে দরজা দিয়ে প্রবেশ করতে সক্ষম হন। এদিকে টুইটার ব্যবহারকারীরা এই অভিনব ধারণার প্রশংসা করেছেন।
তাদের একজন মন্তব্য করেছেন, দুর্দান্ত ধারণা! আরেকজন বলেছেন, এটা চাতুর্যপূর্ণ। আরেকজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, স্মার্ট এবং গঠনমূলক,। এদিকে, ভিক্টোরিয়ায় এখন পর্যন্ত ৪১১ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। প্রিমিয়ার ড্যানিয়েল অ্যান্ড্রুজ বলেছেন, সোমবার সকাল থেকে এখন পর্যন্ত নতুন করে ৫৬ জনের দেহে করোনাভাইরাস ধরা পড়েছে।