avertisements 2

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী পিটার ডাটন করোনায় আক্রান্ত, পাঁচ শতাধিক মানুষের জনসমাগম নিষিদ্ধ

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৩ মার্চ,শুক্রবার,২০২০ | আপডেট: ০৭:৫৭ এএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪

Text

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী পিটার ডাটন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ।স্বরাষ্ট্রমন্ত্রী পিটার ডাটন  নিজেই শুক্রবার এ বিষয়টি নিশ্চিত করেছেন। জ্বর এবং গলা ব্যাথা থেকে অসুস্থ বোধ করেন ডাটন। এরপর দ্রুত চিকিৎসকের সাথে যোগাযোগ করেন। তারপর মেডিক্যাল পরীক্ষার পর করোনা পজিটিভ আসে তার। সম্প্রতি এক বৈঠকে অংশ নিতে ওয়াশিংটন ডিসিতে গিয়েছিলেন পিটার ডুটন। 

মিঃ ডাটন গত সপ্তাহে ওয়াশিংটন ডিসি থাকাকালীন মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি-জেনারেল উইলিয়াম বার এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভানকার সাথে সাক্ষাত করেছিলেন। ধারণা করা হচ্ছে সেখান থেকেই করোনায় সংক্রমিত হয়েছেন । প্রধানমন্ত্রীর মুখপাত্র বলেছেন, ""স্বরাষ্ট্র মন্ত্রীর করোনাভাইরাস  নিশ্চিত হওয়ার পরে তিনি কুইন্সল্যান্ড হেলথের নীতিমালা অনুযায়ী কোয়ারেনটাইনে চলে গেছেন।"" এ পর্যন্ত অস্ট্রেলিয়াতে বিখ্যাত অভিনেতা টম হ্যাংকস ও তার স্ত্রী সহ ১৫৬ জন করোনায় আক্রান্ত হয়েছে।দেশটিতে করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন অন্তত তিনজন।

করোনার সংক্রমণ বাড়তে থাকায় পাঁচ শতাধিক মানুষের জনসমাগম নিষিদ্ধ করেছেন  প্রধানমন্ত্রী স্কট মরিনসন। এদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তার স্ত্রী সোফি গ্রেগোয়ার ট্রুডোর করোনাভাইরাসে আক্রান্ত পর ১৪ দিনের সেলফ কোয়ারেনটাইনে চলে গেছেন। বিশ্বজুড়ে এ পর্যন্ত অন্তত ১২৭টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে নভেল করোনাভাইরাস। বিশ্বব্যাপী এতে আক্রান্ত হয়েছেন অন্তত ১ লাখ ৩৪ হাজার ৬৭৯ মানুষ, মারা গেছেন ৪ হাজার ৯৭৩ জন। এছাড়া, ৬৯ হাজার ১৪২ রোগী চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে উঠেছেন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2