৪ এপ্রিল ক্যাম্বেলটাউন এর বৈশাখী মেলা নিয়ে নেপালী কমিউনিটির সাথে মতবিনিময়
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৮ ফেব্রুয়ারী,শুক্রবার,২০২০ | আপডেট: ০৯:০১ এএম, ১৪ ডিসেম্বর,শনিবার,২০২৪
মাল্টিকালচারাল সোসাইটি, ক্যাম্বেলটাউন (ইনকর্পোরেটেড) এর আয়োজনে ৪ এপ্রিল শনিবার বেলা ১২টা থেকে অনুষ্ঠিতব্য ক্যাম্বেলটাউন স্পোর্টস স্টেডিয়ামে ‘বৈশাখী উৎসব ২০২০’ কে সফল করার লক্ষ্যে নেপালী কমিউনিটির সাথে এক মতবিনিময় সভা গত বিকেল ৬ ঘটিকায় মিন্টোতে অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন সভাপতি এনাম হক, জেনারেল সেক্রেটারী মো: সফিকুল আলম সফিক, জয়েন্ট জেনারেল সেক্রেটারী আসমা আলম কাশফি অরগানাইজিং সেক্রেটারী: আশিকুর রহমান এ্যাশ, পাবলিক রিলেশন্স, প্রেস এন্ড পাবলিকেশনস্ সেক্রেটারী আউয়াল খান প্রমুখ।
দিনব্যাপী মাল্টিকালচারাল বৈশাখী ঐতিহ্য, সাহিত্য, সংস্কৃতিক ও নাচ-গান নানা আয়োজনের মাধ্যমে মেলাকে উৎসব মূখর করতে বিভিন্ন পরিকল্পনা গ্রহন করা হয়। ধন্যবাদ জ্ঞাপনপূর্বক মেলা অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত সকলকে মেলা প্রচারে প্রতিদিন সামাজিক মাধ্যম ব্যবহারের অনুরোধ জানিয়ে সভা শেষ করেন সভাপতি এনাম হক ।