সিডনি থেকে মেলবোর্নগামী ট্রেন লাইনচ্যুত হয়ে ২ জন নিহত
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২১ ফেব্রুয়ারী,শুক্রবার,২০২০ | আপডেট: ০৯:০৪ পিএম, ৯ এপ্রিল,
বুধবার,২০২৫

অস্ট্রেলিয়ায় ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত দুজন নিহত হয়েছে। বৃহস্পতিবার সিডনি থেকে মেলবোর্নগামী এক্সপ্রেস ট্রেনটি ওয়ালেন শহরে লাইনচ্যুত হয়। জরুরি সেবা বিভাগ জানিয়েছে, বেশ কয়েক জন যাত্রী আহত হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। একজনকে বিমানে করে মেলবোর্নের হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
প্রাপ্ত ছবিতে দেখা গেছে, বেশ কয়েকটি বগি উল্টে লাইনের একপাশে পড়ে আছে। কী কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে তা জানা যায়নি। ট্রেনটিতে ২০০ যাত্রী ছিল। স্থানীয় সময় রাত ৭টা ৫০ মিনিটে ভিক্টোরিয়ার রাজধানী মেলবোর্নের ৪৫ কিলোমিটার উত্তরে এটি লাইনচ্যুত হয়।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের নতুন হাই কমিশনারের পরিচয়পত্র পেশ

লাকেম্বা মসজিদে অনলাইন হুমকি নিয়ে তদন্ত চলছে

সিডনীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিডনিতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও নিষিদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ সভা
