avertisements 2

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দাবানলে ক্ষতিগ্রস্তদের তোপের মুখে

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৪ জানুয়ারী,শনিবার,২০২০ | আপডেট: ১০:৪৮ পিএম, ৫ মার্চ,মঙ্গলবার,২০২৪

Text

গত কয়েক দিনে দাবানল ভয়ঙ্কর আকার ধারণ করেছে অস্ট্রেলিয়ায়। দাউদাউ করে জ্বলছে দেশটির পাঁচটি প্রদেশ। হাজারেরও বেশি ঘর-বাড়ি ভস্মীভূত হয়ে গেছে। স্তন্যপায়ী, সরীসৃপ মিলিয়ে বন্যপ্রাণী মারা গেছে অন্তত ১২ কোটি। অগ্নিদগ্ধ হয়ে কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে।

এমন পরিস্থিতিতে ছুটি কাটাতে চলে গিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন। এরপর এসে ক্ষতিগ্রস্তদের দেখতে গিয়ে তীব্র ক্ষোভের মুখে পড়লেন মরিসন। ইডিয়ট বলে তাকে তাড়িয়ে দিলেন ক্ষতিগ্রস্তরা। দেশটির স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের পরিবেশবিদরাও।

অথচ গত কয়েক দিনে ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করার সময় পাননি স্কট মরিসন। বরং সপরিবারে হাওয়াইয়ে ছুটি কাটাতে ব্যস্ত ছিলেন। তারপর সমালোচনার মুখে পড়ে ফিরে এলেও, সঙ্গে সঙ্গে দুর্গতদের কাছে ছুটে যাননি তিনি। বর্ষবরণের রাতে সিডনি হারবারে আতসবাজি দেখে বৃহস্পতিবার নিউ সাউথ ওয়েলসের কোবারগোয় ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করতে যান।

আর সেখানেই সাধারণ মানুষের তোপের মুখে পড়েন তিনি। গাড়ি থেকে নামতে দেখেই মুখ ফিরিয়ে নেন অনেকে। হাত ছাড়িয়ে চলে যান কেউ কেউ। মরিসনকে লক্ষ্য করে কটূক্তিও উড়ে আসতে শুরু করে। মরিসনের ওপর ক্ষোভে ফেটে পড়েন এক ব্যক্তি। তিনি বলেন, ‘আপনি একটা ইডিয়ট। এখন কী করতে এসেছেন? এখানে আর ভোট পাবেন না।’ স্থানীয় এক নারী বলেন, বন্যা হোক বা দাবানল, আমাদের কথা কেউ মনে রাখে না।

যান গিয়ে আতসবাজি দেখুন।  তবে এসব তিনি গায়ে মাখেননি। স্কট মরিসন স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ঘরবাড়ি হারিয়েছেন অনেকে। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তাই কষ্টে আছেন তারা। রাগে আমাকেই কথা শুনিয়ে দিয়েছেন। তবে আমি কিছু মনে করিনি। তাদের মনের অবস্থা বুঝতে পেরেছি। তাদের সব রকমভাবে সাহায্য করার চেষ্টা করব।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2