avertisements 2

অস্ট্রেলিয়ায় গত কয়েকদিনের দাবানলে অন্তত ১৩ জনের প্রাণহানি

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১ জানুয়ারী, বুধবার,২০২০ | আপডেট: ১০:৩১ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪

Text

গেল নভেম্বর থেকেই অস্ট্রেলিয়ার বিভিন্ন অঙ্গরাজ্যে বৈরি আবহাওয়ায় ভয়ঙ্করভাবে দাবানলে ছড়িয়ে পড়তে শুরু করে। আর তাতে প্রতিদিনই বাড়ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। এবার দেশটির নিউ সাউথ ওয়েলসে ভয়াবহ দাবানলে অন্তত ২০০ বাড়িঘর পুড়ে ছাই হয়ে গেছে।

পূর্ব গিপসল্যান্ডে ধ্বংস হয়ে গেছে ৪৩টি বাড়ি। স্থানীয় সময় মঙ্গলবার দাবানল ছড়িয়ে পরার পর হাজার হাজার মানুষ ঘরবাড়ি ফেলে নিরাপদ আশ্রয়ের সন্ধানে উপকূলের দিকে ছুটতে শুরু করে। বিবিসির খবরে বলা হয়েছে, হঠাৎ করেই দাবানল ছড়িয়ে পড়ায় নিরাপদ আশ্রয় নেয়ার সময় পায়নি মানুষ।

ফলে প্রাথমিকভাবে উপকূলেই তাদের আশ্রয় হয়েছে। এই ইংরেজি নববর্ষের প্রথমদিনের শুরুতেই নিউ সাউথ ওয়েলসে দাবানল থেকে অন্তত ১১২টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গেছে। তবে মঙ্গলবার বন্ধ করে দেয়া ভিক্টোরিয়ার প্রধান সড়কটি বুধবার সকালে দু’ঘণ্টার জন্য খুলে দেয়া হয়েছে।

এর পর থেকেই এলাকা ছাড়তে শুরু করে স্থানীয় বাসিন্দারা। ইতোমধ্যে গত তিনদিনে দাবানলে দেশটিতে ৩ জনের মৃত্যু হয়েছে। পৃথক অগ্নিকাণ্ডের ঘটনায় সরকার ওইসব অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করেছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2