নিউ সাউথ ওয়েলসে দমকল কর্মীর মৃত্যু
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩১ ডিসেম্বর,মঙ্গলবার,২০১৯ | আপডেট: ১১:৪২ পিএম, ১১ জানুয়ারী,রবিবার,২০২৬
অস্ট্রেলিয়ায় দাবানল অব্যাহত রয়েছে। দেশটির নিউ সাউথ ওয়েলস রাজ্যে দাবানলের আগুনে পুড়ে এক দমকল কর্মী মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই ব্যক্তি। কর্তৃপক্ষ জানিয়েছে, দমকল বাহিনীর সদস্যরা দাবানলের আগুন নেভাতে গেলে তাদের গাড়িতে আগুন লাগে।
এর ফলে ওই হতাহতের ঘটনা ঘটে। নিহত দমকল কর্মীর নাম স্যামুয়েল ম্যাকপল। তার বয়স ২৮ বছর। এদিকে, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে উচ্চ তাপমাত্রা ও দমকা হাওয়ার ফলে দাবানল ছড়িয়ে পড়ছে। হাজার হাজার মানুষকে নিরাপদে সরে যেতে নির্দেশ দেওয়া হয়। ভিক্টোরিয়া রাজ্যে আগুনের ১১ নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে। তাপমাত্রা ক্রমাগত বেড়ে যাওয়ার ফলে অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোতে দাবানল ছড়িয়ে পরতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
অস্ট্রেলিয়া বিএনপির খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল এবং আলোচনা সভা
সিডনিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে শোক সভা ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত
অস্ট্রেলিয়া বিএনপির উদ্যোগে সিডনীতে শহীদ ওসমান হাদীর গায়েবানা জানাজা
সিডনিতে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন নেপথ্যে তারেক রহমান, শীর্ষক বইয়ের দ্বিতীয় মোড়ক উম্মোচন





