নিউ সাউথ ওয়েলসে দমকল কর্মীর মৃত্যু
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩১ ডিসেম্বর,মঙ্গলবার,২০১৯ | আপডেট: ০৮:০৪ পিএম, ৩১ মার্চ,সোমবার,২০২৫

অস্ট্রেলিয়ায় দাবানল অব্যাহত রয়েছে। দেশটির নিউ সাউথ ওয়েলস রাজ্যে দাবানলের আগুনে পুড়ে এক দমকল কর্মী মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই ব্যক্তি। কর্তৃপক্ষ জানিয়েছে, দমকল বাহিনীর সদস্যরা দাবানলের আগুন নেভাতে গেলে তাদের গাড়িতে আগুন লাগে।
এর ফলে ওই হতাহতের ঘটনা ঘটে। নিহত দমকল কর্মীর নাম স্যামুয়েল ম্যাকপল। তার বয়স ২৮ বছর। এদিকে, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে উচ্চ তাপমাত্রা ও দমকা হাওয়ার ফলে দাবানল ছড়িয়ে পড়ছে। হাজার হাজার মানুষকে নিরাপদে সরে যেতে নির্দেশ দেওয়া হয়। ভিক্টোরিয়া রাজ্যে আগুনের ১১ নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে। তাপমাত্রা ক্রমাগত বেড়ে যাওয়ার ফলে অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোতে দাবানল ছড়িয়ে পরতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের নতুন হাই কমিশনারের পরিচয়পত্র পেশ

লাকেম্বা মসজিদে অনলাইন হুমকি নিয়ে তদন্ত চলছে

সিডনীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিডনিতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও নিষিদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ সভা
