অস্ট্রেলিয়ায় দাবানলে বিপর্যস্ত পরিবারগুলোকে সমবেদনা জানাতে প্রতীকী ক্রিসমাস ট্রি
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৪ ডিসেম্বর,মঙ্গলবার,২০১৯ | আপডেট: ০৯:৪৪ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
ভয়াবহ দাবানলে ছারখার অস্ট্রেলিয়ায় বড়দিনের পদধ্বনির মধ্যে মর্মান্তিকতার এক মোক্ষম প্রতীক হয়ে দাঁড়িয়েছে পোড়া ক্রিসমাস ট্রি। সিডনির ব্যবসায়িক কেন্দ্রস্থলে পোড়া সাইকেল আর কাঠের তৈরি কালো এ ক্রিসমাস ট্রি শোভা পাচ্ছে। অস্ট্রেলিয়ার রেড ক্রস জানিয়েছে, দাবানলে বিপর্যস্ত পরিবারগুলোকে সমবেদনা জানাতেই এই প্রতীকী ক্রিসমাস ট্রি তৈরি করেছে তারা।
এভাবে প্রচার চালিয়ে ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য ত্রাণ সংগ্রহ করা হচ্ছে। সেপ্টেম্বর থেকে শুরু করে অস্ট্রেলিয়ায় চলমান দাবানলে অন্তত ৯ জন নিহত হয়েছে। শত শত বাড়ি পুড়ে গেছে। হেক্টরের পর হেক্টর বনাঞ্চল পুড়ে ছাই হয়েছে। এ পরিস্থিতির মধ্যে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দেশের বাইরে ছুটিতে থাকায় মানুষজনের সমালোচনারও শিকার হয়েছেন।
শনিবার তিনি এর জন্য দেশবাসীর কাছে ক্ষমাও চেয়েছেন। ওদিকে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সাহায্যের জন্য ত্রাণশিবির খুলেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। ক্রিসমাসের ছুটি না নিয়ে কানাডার দমকলকর্মীরাও দাবানল বন্ধের কাজ করার প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছে দ্য ওয়াশিংটন পোস্ট পত্রিকা।