অবশেষে অস্ট্রেলিয়ান ট্যাক্সেশন অফিসের সাথে সমঝোতা করল গুগল
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০১৯ | আপডেট: ০৯:৪৪ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
অস্ট্রেলিয়ায় কর মামলার ইতি টানলো গুগল। আগের কর বিলের সঙ্গে বাড়তি ৪৮ কোটি ১৫ লাখ অস্ট্রেলিয়ান ডলার পরিশোধের মাধ্যমে বুধবার মামলা মীমাংসা করেছে সার্চ ইঞ্জিন জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটি। গুগলের এক মুখপাত্র বলেন, ২০০৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত গুগলের কর পরিশোধ প্রক্রিয়া নিয়ে চালানো নীরিক্ষার পরই এই মীমাংসায় পৌঁছানো গেছে।
অস্ট্রেলিয়ান ট্যাক্সেশন অফিসের (এটিও) পক্ষ থেকে আরেক বিবৃতিতে বলা হয়, ‘মাল্টিন্যাশনাল অ্যান্টি-অ্যাভোয়ডেন্স ল’র (এমএএএল) আওতায় গুগল ছাড়াও সম্প্রতি মাইক্রোসফট, অ্যাপল এবং ফেইসবুকের সঙ্গে কর মামলার মীমাংসায় তারা মোট ১২৫ কোটি অস্ট্রেলিয়ান ডলার জোগাড় করেছে।
গুগলের সঙ্গে মামলার মীমাংসাকে “আরেকটি ই-কমার্স বিজয়” হিসেবে দেখছে এটিও। কম করের দেশগুলোতে নিজেদের লাভ বাড়িয়ে নেওয়ায় প্রায়ই সমালোচনার মুখে পড়তে হয়েছে ফেইসবুক, গুগল, অ্যামাজন এবং অন্যান্য বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে। প্রতিষ্ঠানগুলোর এই কার্যক্রম অবৈধ হিসেবে দেখছে অনেক দেশই। গুগলের মুখপাত্র বলেন, এটিও’র সঙ্গে এই মীমাংসা ভবিষ্যতের কর ব্যবস্থায় স্বচ্ছতা আনবে।