avertisements 2

পুড়ছে অস্ট্রেলিয়াঃ নিউ সাউথ ওয়েলসে জরুরি অবস্থা ঘোষণা

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০১৯ | আপডেট: ০৯:৩৯ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪

Text

ভয়াবহ আকারে দাবানল ছড়িয়ে পড়েছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যে। দাবানলের জেরে সেখানে তীব্র দাবদাহের সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতি সেখানে সাতদিনের জরুরি অবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার থেকে এই অবস্থা কার্যকর হবে। 

অস্ট্রেলিয়ায় মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪০ দশমিক ৯ ডিগ্রি। বৃহস্পতিবার কেন্দ্রীয় সিডনিতে তাপমাত্রা ৪১ ডিগ্রি এবং পশ্চিমাঞ্চলে ৪৫ ডিগ্রি হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। অস্ট্রেলিয়ায় গত কয়েক সপ্তাহ ধরে দাবানল চলছে। এর জেরে শতাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এর মধ্যে সিডনিতে একটি বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে। ফলে অস্ট্রেলিয়ার এই বৃহত্তম শহর বিষাক্ত কালো ধোঁয়ায় ছেয়ে গেছে।  এর আগে নিউ সাউথ ওয়েলসে গত সেপ্টেম্বরে জরুরি অবস্থা জারি করা হয়। সে সময়ও দাবানল পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছিল। জানা গেছে, অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন টিম কাজ করছে।  আগুন নিয়ন্ত্রণে প্রায় দুই হাজার দমকল বাহিনী কাজ করে যাচ্ছেন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2