avertisements 2

অস্ট্রেলিয়ায় ৪০ কেজিরও বেশি পশম নিয়ে বিশ্বরেকর্ড গড়া ভেড়া ক্রিস মারা গেছে

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৩ অক্টোবর, বুধবার,২০১৯ | আপডেট: ০৯:৪৫ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪

Text

অস্ট্রেলিয়ায় ৪০ কেজিরও বেশি পশম নিয়ে বিশ্বরেকর্ড গড়া অতিকায় সেই ভেড়া ক্রিস মারা গেছে। গায়ে অনেক বেশি পশমের কারণে মেরিনো জাতের এ ভেড়াটি ২০১৫ সালে বিশ্বের মনোযোগ কেড়েছিল। এটির দেহ থেকে ৪১ দশমিক ১ কেজি পশম সংগ্রহ করা হয়। যেটি পরে বিশ্বরেকর্ড গড়ে।

নিউ সাউথ ওয়েলসের ‘লিটল ওক স্যাঙ্কচুয়ারি’ ফার্ম জানিয়েছে, বয়স হয়ে যাওয়ায় স্বাভাবিক মৃত্যু হয়েছে ক্রিসের। এক শোকবার্তায় ফার্মটি বলেছে, “এ সুন্দর, বুদ্ধিমান ও বন্ধুসুলভ প্রাণীটিকে হারিয়ে আমরা শোকাহত।”মৃত্যুকালে ক্রিসের বয়স ছিল ১০ বছর। মেরিনো ভেড়ার ক্ষেত্রে এটিই গড় আয়ু।

ক্যানবেরার উপকণ্ঠে চার বছর আগে ভেড়াটির খোঁজ মেলার পর এটি ক্রিস নামেই পরিচিত হয়ে উঠেছিল।অনেকেই ভেড়াটির ভক্তও হয়ে উঠেছিল। তবে কয়েকবছর ধরে অরণ্যে বাস করার ফলে দেহে গজিয়ে যাওয়া এত বেশি পশমের কারণে ভেড়াটি জীবন সংঙ্কটে ছিল বলে সতর্ক করেছিলেন পশুকল্যান কর্মীরা। পরে লোম ছেঁটে ভেড়াটিকে শঙ্কামুক্তও করা হয়েছিল।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2