ব্রিসবেনে সড়ক দূর্ঘটনায় বাংলাদেশী আইটি প্রফেশনাল শহীদ ইসলাম নিহত
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৬ অক্টোবর,
বুধবার,২০১৯ | আপডেট: ০৮:৩৬ এএম, ৩ এপ্রিল,বৃহস্পতিবার,২০২৫

অস্ট্রেলিয়ার ব্রিসবেনে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার মধ্য রাতে ব্রিসবেনের বল্ড হিলসের গিম্পি আর্টেরিয়াল রোডে এই দুর্ঘটনা ঘটে। একটি চোরাই মিতসুবিশি ফোর হুইল ড্রাইভ তিনজন যাত্রী নিয়ে পুলিশের হাত থেকে পালাতে গিয়ে উল্টো লেনে বেপরোয়া গতিতে শহীদ ইসলামের মাজদা সেডানের সাথে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।
ঘটনাস্থলে শহীদ ইসলাম (৩৯) এবং মিতসুবিশি ফোর হুইল ড্রাইভের ৩২ বছর বয়সী পুরুষ যাত্রী মারা যায়। মারাত্মক আহত অবস্থায় পুলিশ , ২৮ বছর বয়সী চালককে গ্রেপ্তার করে।
স্ত্রী ফেরদৌসী ইসলাম ও চার বছরের ছেলে সহিরকে নিয়ে শহীদ ইসলাম শনিবার গ্রিফিনে তাদের নতুন বাড়িতে যাওয়ার পরিকল্পনা করছিলেন এবং ঐ বাড়ীর পরিচ্ছন্নতার কাজ শেষ করে বর্তমান বাড়ীতে ফেরার সময় তিনি দুর্ঘটনার শিকার হন। তার মৃত্যুর সংবাদে ব্রিসবেন বাংলাদেশী কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের নতুন হাই কমিশনারের পরিচয়পত্র পেশ

লাকেম্বা মসজিদে অনলাইন হুমকি নিয়ে তদন্ত চলছে

সিডনীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিডনিতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও নিষিদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ সভা
