সিডনিতে ৯৬৫ কোটি টাকার মাদক নিয়ে পুলিশের গাড়িতে ধাক্কা!
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৬ জুলাই,শুক্রবার,২০১৯ | আপডেট: ০৩:৪৩ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
"ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়িতে ধাক্কা দিয়ে নয়শ ৬৫ কোটি টাকার মাদক ধরা পড়েছে। জানা গেছে, অস্ট্রেলিয়ায় সিডনির কাছের ইস্টউড থানা এলাকায় ঘটনাটি ঘটেছে। আর সেই দুর্ঘটনার ছবি ধরা পড়েছে থানার পাশে লাগানো সিসিটিভি ক্যামেরায়।
গত ২২ জুলাই সোমবার সকালে ইস্টউড থানা সংলগ্ন ইথল স্ট্রিটে হঠাৎ করেই দুর্ঘটনার শব্দ শোনা যায়। পুলিশ কর্মীরা ছুটে গিয়ে দেখেন, থানার বাইরে দাঁড় করিয়ে রাখা পুলিশের একটি গাড়িতে ধাক্কা দিয়ে পালিয়ে যাচ্ছে একটি টয়োটা ভ্যান। অবশ্য ততক্ষণে এলাকা ছেড়ে পালিয়েছে ভ্যানটি। পুলিশের গাড়িটি খালি ছিল, সে কারণে কেউ আহত হয়নি। পুলিশ কর্মীরা ওয়াকিটকিতে কথা বলেন সামনের থানার সঙ্গে। ঘণ্টা খানেকের চেষ্টায় সাড়ে বেলা ১১টা নাগাদ রাইডের চার্চ স্ট্রিট এলাকায় ভ্যানটি ধরা পড়ে।
সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ফাঁকা রাস্তায় দ্রুত গতিতে এগিয়ে আসছে সাদা ভ্যানটি। কোনো কারণ ছাড়াই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়িতে ধাক্কা দিয়ে পালিয়ে যায় ওই ভ্যান। ধরা পড়ার পর ওই ভ্যানে তল্লাশি চালিয়ে দেখা যায়, প্রায় দুশ ৭৩ কেজি মেথামফেটামাইনস রয়েছে তাতে।
ওই পরিমাণ মাদকের মূল্য প্রায় দুশ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার। যা প্রায় ৯৬৫ কোটি টাকারও বেশি। এ ঘটনায় ভ্যান চালক গ্রেপ্তার হয়েছেন। কিন্তু কেন হঠাৎ করেই ফাঁকা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়িতে ধাক্কা দিয়েছ্নে, সেটা জানা যায়নি। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস পুলিশ ফোর্সের ভেরিফায়েড ফেসবুক পেজে সেদিনের ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়েছে।"