মাল্টি কালচারাল সোসাইটি ক্যাম্বেলটাউন এর নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৪ জুন,সোমবার,২০১৯ | আপডেট: ০৩:৪২ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
গত ২৩ জুন ২০১৯ সন্ধ্যা ৫টায় ঈঙ্গলবানস্থ স্থানীয় একটি রেস্তোরায় এই সভাটি অনুষ্ঠিত হয়। সংগঠনটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী এনাম হকের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন মো: শফিকুল আলম শফিক। তিনি সভাপতির অনুমতিক্রমে গত সভার (২৮/০৪/২০১৯) কার্যবিবরনী উত্থাপন করেন এবং আলোচনা শেষে সর্বসম্মতিক্রকে অনুমোদিত হয়।
সভায় বার্ষিক সাধারন সভার অনুষ্ঠান উপলক্ষে মেম্বারশীপ নবায়নের নিমিত্তে উপস্থিত সদস্যদের মধ্যে ফর্ম বিতরন করা হয়। ফর্ম পূরন শেষে আগামী ১৭ আগস্ট ২০১৯ (অনুষ্ঠিতব্য থ্যাঙ্কস গিভিং পার্টির দিন পর্যন্ত) সর্বশেষ সীমা নির্ধারণ করে ফর্ম শফিকুল আলমের কাছে পৌঁছানোর সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বিবিধ আলোচনায় আউয়াল খানের উত্থাপিত সংগঠনের ওয়েব পেইজ থাকার এবং তা’ ডিজাইন করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত সদস্যদের মধ্যে ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর মাসুদ চৌধুরী,করামজিৎ সিংহ, টুঙ্গানাথ, মদন রাউল, ড: হায়দার আলী, শিবলী আবদুল্লাহ, কাশফি আহমেদ, আশিকুর রহমান, সেলিম কবির, ইসমাইল মিয়া, এম এ সোবাহান, আযম সর্দার প্রমুখ গুরুত্বপূর্ণ বক্তব্য ও মতামত রাখেন।