avertisements 2

নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের নতুন মাল্টিকালচারাল মন্ত্রী জন সোডিটি’র বর্ণাঢ্য সংবর্ধনা

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩০ মে,বৃহস্পতিবার,২০১৯ | আপডেট: ০৪:৩১ এএম, ১৩ মে,সোমবার,২০২৪

Text

গত ২৮ এপ্রিল মঙ্গল বার সন্ধ্যায় এনএসডাব্লিউ (নিউ সাউথ ওয়েলস্ স্টেট ) পার্লামেন্ট ভবনে প্রিমিয়ার (স্টেট প্রধানমন্ত্রী) গ্লাডিস বেরেজিকলাইন সরকারের নতুন মিনিস্টার ফর মাল্টিকালচারালিজম জন সোডিটি’র এক সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাল্টিকালচারালিজম ডিপার্টমেন্ট, নিউ সাউথ ওয়েলস্ এর চীপ এক্সিকিউটিভ।

নিউ সাউথ ওয়েলস্ স্টেটে বসবাসরত বিভিন্ন জাতিগোষ্ঠীর কমিউনিটি নেতৃবন্দ আমন্ত্রিত হয়ে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক মন্ত্রী এবং এমপি উপস্থিত ছিলেন।  সংবর্ধিত মন্ত্রী  সোডিটি এবং প্রিমিয়ার বেরেজিকলাইন তাঁদের আবেগঘন বক্তৃতায়,  তাঁরা কিভাবে অভিবাসী হয়ে এই অস্ট্রেলিয়াতে এসে কতটা সংগ্রাম করে আজ একজন প্রিমিয়ার এবং আরেক জন মাল্টিকালচারাল মন্ত্রী হয়েছেন তার বিষদ বর্ননা দেন।

প্রিমিয়ার তাঁর সরকারের বিভিন্ন দেশ থেকে আসা মানুষদের অস্ট্রেলিয়ার মূল ধারায় সম্পৃক্ত করে কিভাবে দেশকে সমৃদ্ধ করার কর্মসূচী রয়েছে তার বর্ননা করেন। তিনি কমিউনিটি নেতৃবৃন্দদেরকে নতুন মিনিস্টার যিনি ইটালী থেকে অভিবাসী  হয়ে অস্ট্রেলিয়ায় এসে কিভাবে অস্ট্রেলিয়ার রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়েছেন তার উদাহরন তুলে ধরে সবাইকে নতুন মন্ত্রী’র সাথে একত্রিত হয়ে কাজ করার অনুরোধ করেন।

প্রিমিয়ার নিজে একজন অভিবাসী  হিসেবে গর্বিত বোধ করেন বলে জানান। সোডিটি কমিউনিটি নেতৃবৃন্দের সাথে একত্রে কাজ করার অভিব্যক্তি প্রকাশ করেন। অনুষ্ঠানের শুরুতে রমযান উপলক্ষে মুসলমানদের জন্য ইফতারের আয়োজন ছিলো এবং রিসেপশন শেষে ডিনার এবং ককটেল পার্টির আয়োজন করা হয়।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2